বিরক্তিকর অবস্থা
গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, বলতে গেলে এত পরিমাণ বৃষ্টি গতবছর এবং এ বছর মিলেও হয়নি। একটানা বৃষ্টি, শুধু ঝরেই গিয়েছে,কোন থামাথামি নেই।
গতরাতে ওই যে বৃষ্টির ভিতরে বিদ্যুৎ চলে গিয়েছে, সেই বিদ্যুৎ এখনো আসেনি। কোন কাজ ঠিকঠাক মতো করতে পারছি না। বিদ্যুৎ যে মানুষের জীবনের অপরিহার্য বিষয়, তা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছি।
শুধু বিদ্যুৎ নয়, দৈনন্দিন জীবনে সবকিছুই মানুষের প্রয়োজন, তবে কিছু অত্যাধিক আর কিছু তুলনামূলক কম।
সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছিলাম, দেখলাম শহরের রাস্তাগুলোতেও প্রচুর পানি জমে গিয়েছে, তাছাড়া জনজীবনেও দুর্ভোগ নেমে এসেছে। অতিরিক্ত বৃষ্টিতে দুর্ভোগ আসলে সর্বত্র হোক সেটা গ্রাম নতুবা শহর।
অতিরিক্ত কোন কিছুই ভালো না, এই ধরুন গত কয়েকদিন থেকে বৃষ্টির দরকার ছিল, তবে কে জানত এত পরিমাণ বৃষ্টি হবে, আশেপাশে সর্বত্র পানি জমে গিয়েছে, সব মিলিয়ে একদম যা-তা অবস্থা।
কয়েকটা দিন যে বেশ ভালই ভোগাবে, তা বুঝতে আর বাকি নেই। এমনিতেই গ্রামে থাকি তার ভিতরে কাঁচা রাস্তা, অতিরিক্ত বৃষ্টিতে রাস্তার অবস্থা কেমন হয়েছে, তা একটু অনুমান করে নিয়েন।
সব মিলিয়ে, বেশ বিরক্ত লাগছে নিজের কাছে। সবকিছু দ্রুত স্বাভাবিক হোক এমনটাই চাওয়া, তবে তার আগে এখন বিদ্যুতের বড্ড দরকার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
আসলেই এই বছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি আমার কাছে একেবারেই ভালো লাগে না। যাইহোক দ্রুত রোদ উঠুক এবং আপনাদের গ্রামের রাস্তা স্বাভাবিক হোক,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।