সার্ভিস - পর্ব ২
যাইহোক যেহেতু গতদিন বগুড়া ইয়ামাহা মোটরবাইক সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, আজকের লেখা মূলত সেই অভিজ্ঞতা কে ঘিরেই।
মোটরবাইকটার আর এক মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি ছিল, তাছাড়াও মাঝে একবার সড়ক দুর্ঘটনা ঘটেছিল, মনে মনে ভাবছিলাম ওয়ারেন্টি বুক থেকে কি হবে, কেননা সাধারণত এক্সিডেন্ট করা বাইকগুলো ওয়ারেন্টির ভিতরে পড়ে না।
ভিডিও লিংক
এদিক থেকে অবশ্য আমার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হয়েছে, কেননা সড়ক দুর্ঘটনায় আমার মোটরবাইকের তেমন কোন আহামরি ক্ষয়ক্ষতি হয়নি, এজন্য সার্ভিস সেন্টার থেকে কোন ঝামেলা করেনি। বরং নির্দিষ্ট সময়ের ভিতরে গিয়েছি বিধায় তারা আমার কাজটা খুব যত্ন সহকারে করে দিয়েছে।
দুনিয়াতে ফ্রি বলে কিছুই নাই, এই যে এতদূর কষ্ট করে গেলাম, যদিও তারা সার্ভিসিং এর পয়সা নেয়নি তবে বিভিন্ন পার্টস কিনতে হয়েছে, আমি মনে করি তাদের সার্ভিসিং এর পয়সা তারা ওই দিক দিয়ে উঠিয়ে নিয়েছে ।
তাও ভালো গাড়িটা একদম বেশ ভালোভাবেই সার্ভিস করিয়ে দিয়েছে। পুরো গাড়ি খুলে সবকিছু দেখে দেখে কাজ করিয়ে নিয়েছি।
তাছাড়া এখন যেখানেই যাই সেখানকার টুকটাক মুহূর্ত ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি, এ যাত্রাতেও অবশ্য সার্ভিস পয়েন্টের মুহূর্ত এবং সঙ্গে ইয়ামাহা শোরুমে কাটানো মুহূর্তের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করি আমার কাটানো মুহূর্তের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, your post about your Yamaha service experience in Bogura really resonated with me! It's great to see you sharing real-life experiences and providing insights into vehicle maintenance and warranty services. I appreciate your honesty about the costs involved, even with the warranty coverage. It’s helpful for others to know about the potential expenses beyond just the service fee.
The video link you included is a fantastic touch, giving us a visual glimpse into the service center and showroom. I'm sure many Steemians will find your video engaging and informative! Thanks for sharing your experience and the behind-the-scenes moments. Keep up the great work capturing and sharing these experiences with us! I'm looking forward to more of your content.
সার্ভিস পয়েন্টে সাধারণত যেকোনো পার্টস এর দাম একটু বেশিই হয়ে থাকে। তো সেই হিসেবে বলাই যায়, তারা সার্ভিসের টাকা রেখেই দিয়েছে। তবে এখন বাইক রাইড করে বেশ মজা পাবেন। যাইহোক ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, সার্ভিস করার পরে বাইকটা অনেকটা হালকা হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে।