মেকি হাসি
আচ্ছা, মানুষ উপর থেকে অন্যকে দেখে যেটা ভাবে সেটা কতটুকু সত্য, এই প্রশ্নটা আমাকে প্রতিনিয়তই ভাবায়। কেননা যারা মোটামুটি এককভাবে থাকার চেষ্টা করে, বিশেষ করে কারো কোন সহযোগিতা ছাড়া, তাদের আসলে মাঝে মাঝে জীবন চলার পথে বেশ ভালোই ভোগান্তির শিকার হতে হয়।
যদি আমার কথাই বলতে যাই, তাহলে হয়তো অকপটে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, আজকাল হুটহাট করে, কেউ যদি কোন অনুষ্ঠানের জন্য দাওয়াত দিয়ে যায় এবং উপস্থিত হওয়ার জন্য যদি বেশ অনুরোধ করে, তখন আসলে বেশ অপ্রস্তুত হয়ে যাই।
কেননা, সত্যিকার অর্থেই অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তার ভিতরে নিজের সংসার খরচ, বাবুর খরচ, নিজের পকেট খরচ কিংবা পারিবারিক অন্যান্য টুকটাক দায়িত্ব তো আছেই।
এসব দায়িত্ব পালন করতেই অনেকটা সময় বেশ হিমশিম খেতে হয়। আমি আসলে আয় বুঝে ব্যয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং অল্পতেই সন্তুষ্ট।
তবে মাঝে মাঝেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই দেখুন না হঠাৎ করেই গত দুদিন আগে একটা বিয়ের দাওয়াত চলে এসেছে, সম্পর্কে ভাতিজা হয় । বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, যে কোনভাবেই হোক বিয়েতে উপস্থিত হতে হবে।
এদিকে না পারছি নিজের পরিবারের লোককে সমস্যার কথা জানাতে, না পারছি দাওয়াত বাতিল করতে। তাছাড়া অনেক সময়, নিজের কাছের লোককেও নিজের সমস্যার কথা জানালে খুব একটা গুরুত্ব পাওয়া যায় না, কেননা অপর পক্ষ থেকে তারা ভাবে, আর যাইহোক শুভ ভাইকে অন্তত টাকার জন্য আটকে থাকতে হয় না।
তবে এইদিকে আমার যে বাস্তবতা উল্টো , তা আসলে বাইরে থেকে দেখে বোঝার কোন উপায় নেই, যদি না পকেটের গল্প কাউকে উন্মুক্ত ভাবে না বলি। তাই মেকি হাসি দিয়ে, পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করি প্রতিনিয়ত।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR