মুখ
মানুষের মুখ বড্ড আজব জিনিস রে ভাই....
এই মুখ খায়, চাটে, চোষে, চাপাবাজি করে, সত্য-মিথ্যার বুলি আওড়ায়, সমালোচনার ঝড় তোলে, আশ্বাস-বিশ্বাস দেয় আবার কখনো কখনো অতিরঞ্জিত হয়ে বমি করে ফেলে।
কি একটা অবস্থা....!!
উপরোক্ত কথাগুলো যা লিখেছি, তা নিজস্ব চিন্তাধারা থেকে। বলতে পারেন, অভিজ্ঞতা অনুযায়ী।
স্বল্প কথায় যদি গভীর এবং বৃহৎ অর্থ বুঝানো যায়, তাহলে তো অসুবিধা নেই। আজকাল মানুষের আচরণ দেখলেই, উপরোক্ত লেখার সাদৃশ্য খুঁজে পাই।
আচ্ছা এমন অবস্থা কি শুধু আমার এখানেই, নাকি সর্বত্র, সর্বখানে-সর্বাবস্থায় মানুষের ওই রূপ দেখা যায়।
যাইহোক উপরোক্ত মুখের বিবরণের ভিতরে কোনটি আপনার সঙ্গে মিলে যায়, সেটা একবার ভেবে দেখুন। তা যদি ভালো কাজের জন্য হয়, তাহলে সাধুবাদ জানাই।
তবে তা যদি গোলামী হয় কিংবা দাসত্বের জন্য হৈচৈ করে, তাহলে এমন মানসিকতা পরিবর্তন খুবই জরুরি।
মুখের অপব্যবহার রোধ হোক, সঠিক কাজে মুখ ব্যবহার হোক, এটাই বলা কিংবা চাওয়া। সকলের মুখে ফুল চন্দন পড়ুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @shuvo35! This is powerful stuff! "মানুষের মুখ বড্ড আজব জিনিস রে ভাই...." - such a captivating opening! You've perfectly captured the duality of human speech in such a concise and thought-provoking way. The imagery you use is so vivid, making us really reflect on how we use our own voices. It's amazing how you've woven personal experience into a universally relatable observation. Are these observations universal? Definitely something to ponder.
The call to use our voices for good, and not for "গোলামী," truly resonates. আপনার লেখার জন্য ধন্যবাদ! I'm curious to hear what others think – which of these মুখ descriptions hits home for you? Let's discuss!
দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। মুখ ভালো কাজে যেমন ব্যবহার করা যায়, তেমনি খারাপ কাজেও ব্যবহার করা যায়। তবে বর্তমানে বেশিরভাগ মানুষই খারাপ কাজে মুখকে ব্যবহার করে। বিশেষ করে পরের গোলামী করার মানুষের সংখ্যা নেহাৎ কম নয়। যা আমাদের একেবারেই কাম্য নয়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই।