ইচ্ছা
প্রথম ও শেষ ইচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী হওয়া।
কেনো হতে চাই, কি কারণে হতে চাই, হলে কি করতে পারবো, কি কি করা সম্ভব কিংবা স্বাস্থ্য সেক্টরকে ত্রুটিহীনভাবে বেগবান করতে হলে কেমন কার্য সম্পাদন প্রয়োজন , সেই জাদুমন্ত্র....
আমার থেকে কেউ ভালো জানে না,
-আই রিপিট
আমার থেকে কেউ ভালো জানে না।
বলতে পারেন, এটাই আমার আত্মবিশ্বাস।।
সুযোগ চাই না, শুধুমাত্র নাজুক স্বাস্থ্য সেক্টরকে টেনে তুলে প্রাণবন্ত করতে চাই।
ব্যাখ্যা দেওয়ার আসলে কিছু নাই, আর যদি ব্যাখ্যা শুনতে চান, তাহলে হয়তো নিজের এমনও অভিজ্ঞতা আছে যা শুনলে আপনার চোখের অশ্রু এমনিতেই গড়িয়ে পড়বে। এদের কাছে সাধারণ মানুষ শুধুই মাত্র প্রোডাক্ট, এর বাইরে আর কিচ্ছু না।
শুধু একটা কথাই বলি, বাবার চাকরি সুবাদে সেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা হয়েছিল সরকারি হাসপাতালের কোয়ার্টারে। সেবা দেওয়ার পাশাপাশি, কি পরিমাণ অনিয়ম ও দুর্নীতি যে চলে এই সেক্টরে, তার চাক্ষুষ প্রমাণ হয়তো ছোটবেলা আমার চক্ষু দুটি বেশ ভালো ভাবে দেখেছে ।
তারপরে তো একটা সময়ের পরে গিয়ে, পরিবারের চাপে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলাম এবং নিজেও মেডিকেল প্রফেশনে যুক্ত হয়ে গিয়েছিলাম। যা পরবর্তীতে, স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি।
বলতে পারেন, একদম প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে, দেশের সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে কি চলে, তার ধারণা খুবই ভালোভাবে আমার জানা আছে।
পরতে পরতে সিন্ডিকেট, মুখোশের পর মুখোশ, কোথায় কিভাবে কি চলে, কিভাবে কি হচ্ছে, সবকিছুই আমার মস্তিষ্কে স্মৃতির মতো জমাট বেঁধে আছে। এবং এটাও সত্য, স্বাস্থ্য সেক্টরের শুধুমাত্র মন্ত্রী হলেই সবকিছু পরিবর্তন করা সম্ভব। যা হবে তখন, শুধুমাত্র আপামর সাধারণ মানুষের জন্য হবে।
একটা লম্বা তালিকা করে দিতে পারি, স্বাস্থ্য সেক্টরের কোথায় কিভাবে দুর্নীতি হয় সেটার, তবে আপাতত কিছুই প্রকাশ করতে চাই না। তবে বলব অভিজ্ঞতা এই বিষয়ে যথেষ্ট, যা আপনার চিন্তার বাইরে।
ইচ্ছা পূরণ হবে কিনা জানিনা, তবে পূরণ হলে সবকিছু বাস্তবায়ন করা, সম্ভব সম্ভব আবারো বলছি সম্ভব।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
অনেক ছোটবেলা থেকে আমিও চিকিৎসা সেবার সাথে জড়িত ছিলাম সেই সুবাদে আমিও কিছুটা জানি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। বেশ কয়েকটা বিষয়কে আমি আমার ঘৃণ্য চোখে দেখে থাকি তার মধ্যে একটা হল বর্তমান সময়ের চিকিৎসা ব্যবস্থা। সাধারণ মানুষ হওয়ার কারণে তেমন কিছু বলতে পারি না তবে আশা করি এরকম দুর্নীতিবাজ চিকিৎসা ব্যবস্থা যেন আমাদের দেশ থেকে দূরীভূত হয়।
এমনটা তো আমারও চাওয়া।
আসলে বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি চলে। কিছু কিছু সেক্টরে তো চরম লেভেলের দুর্নীতি চলে। এরমধ্যে স্বাস্থ্য সেক্টর অন্যতম। কিন্তু মানুষের জীবন নিয়ে এভাবে খেলার অধিকার কারোরই নেই। তবে রোগীরা ডক্টরদের কাছে অসহায়। যাইহোক আপনার মনের ইচ্ছা পূরণ হোক,সেই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।