ছুটে চলা জীবন
যেহেতু গ্রামীণ এলাকায় থাকি, তাই একপ্রকার সখ্য হয়েছে এলাকার তরুণ ছেলেদের সঙ্গে। যেহেতু প্রতিনিয়ত বাবুকে নিয়ে মাঠে ফুটবল খেলা দেখতে যাই, তাই সেই সূত্র ধরেই ওদের সঙ্গে টুকটাক পরিচয় হয়েছে।
বলতে গেলে ওরা এখন যেখানেই ফুটবল খেলতে যায়, সেখানেই আমাকে খেলা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানায়।
ভিডিও লিংক
যাইহোক সেদিন গিয়েছিলাম বালুভরা স্কুল মাঠে, আমাদের এখান থেকে কমপক্ষে ১০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি। ওরা অবশ্য সবাই অটো গাড়িতে চড়ে গিয়েছিল আর আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম মোটর বাইকে চড়ে।
দীর্ঘ অনেকটা দিন পরে, যখন ওদের খেলা দেখতে ওদের সঙ্গে যাচ্ছিলাম, তখন বারবার শৈশব জীবনের কথা মনে পড়ছিল। কেননা এমন মুহূর্ত আমি নিজেও অতিবাহিত করে এসেছি শৈশবে।
অবশেষে মাঠে পৌঁছে, সেখানকার চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করলাম, তারপরে খানিকবাদেই খেলা শুরু হয়ে গিয়েছিল দুই দলের। আমি অবশ্য শুরু থেকেই চেষ্টা করেছিলাম, খেলার প্রতিটা মুহূর্তের ভিডিও নেওয়ার জন্য।
মজার ব্যাপার হচ্ছে দুই দল শুরু থেকেই বেশ ভালো খেলছিল, তবে শেষমেষ আমাদের ইসলামপুরের টিমটা জয়লাভ করেছিল। যদিও বাইরের মাঠে খেলা ছিল, তারপরও ছেলেরা বেশ ভালো খেলেছিল বিধায় জয় লাভ করতে পেরেছিল।
এই যে এত কষ্ট করে ওদের সঙ্গে এত দূরে খেলা দেখতে এসেছিলাম, এটা যেন পূর্ণতা পেয়েছিল ওদের জয় লাভের মধ্য দিয়ে। যাইহোক, আমার জীবন প্রতিনিয়ত এভাবেই ছুটে চলে, অনেকটা এভাবেই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, this post is fantastic! It's so refreshing to see your connection with the local youth and your enthusiasm for their football games. The photos really capture the energy of the event, and it's wonderful that you were able to relive some childhood memories while supporting the team.
The video link is a great touch, offering a dynamic view of the match. Congratulations to the Islamপুরের team on their victory! It sounds like your presence and support were a real encouragement. Keep up the great work in fostering community spirit! I'm sure many others would love to hear more about your experiences. What was the most memorable moment from the game for you?
প্রিয় দল খেলায় বিজয়ী হলে সত্যি অনেক ভালো লাগে। আর যারা ভালো খেলে তারা সব সময় বিজয়ী হয়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
এটা সত্য আমাদের এখানকার ছেলেরা আসলেই বেশ ভালো ফুটবল খেলে । ধন্যবাদ আপনাকে।
ভিডিওটা দেখেই বুঝতে পেরেছি, খেলা দেখতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। তাছাড়া আপনাদের ওখানকার টিম জয়লাভ করেছে,এটা জেনে ভীষণ ভালো লাগলো। ভিডিওটা চমৎকার হয়েছে। এক দলের নাম দিয়েছেন হীরা এবং আরেক দলের নাম দিয়েছেন সোনা হা হা হা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আপনি আমার পুরো ভিডিও দেখেছেন এজন্য। ভালোবাসা রইলো।