মনের অবস্থা ভালো নেই।
গতরাত থেকেই মনের অবস্থা খুব একটা ভালো নেই, মূলত সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখার পর থেকে অনেকটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমি আসলে কোন ভিডিওর কথা বলতে চাচ্ছি, তা হয়তো ইতিমধ্যেই আপনারা সকলেই বুঝে গিয়েছেন ।
মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে কিছু সন্ত্রাসী পাথর দিয়ে ক্রমাগত আঘাত করে মেরে ফেলে আবার তার নিথর দেহ উলঙ্গ করে যে বুনো উল্লাস করেছে, তা আসলে বড্ড নিষ্ঠুর, বর্বর, পৈশাচিক।
আধুনিক সমাজে এসে এরকম জঘন্য কাজ, কোন অবস্থাতেই কাম্য না। তবে একটা প্রশ্ন আমাকে বারবার ভাবায়, আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি নাকি এখনো অমানুষের কাতারে রয়ে গিয়েছি।
ঘটনার ভিডিও সবাই করলো কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসলো না । শুনলাম ঘটনা নাকি আরো দুই তিন দিন আগের, কোন মিডিয়া নাকি তা প্রকাশ করার সাহস পায়নি, তবে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তখন সেই উত্তাল ছড়িয়ে গিয়েছে পুরো দেশে।
যারা একবারের জন্য হলেও ভিডিওটি দেখেছে, আমি মনেকরি তারা কোন অবস্থাতেই নিজেকে স্থির রাখতে পারেনি, তবে দুঃখের বিষয় হলো এত কিছু হওয়ার পরেও, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখে বড্ড হতাশা লাগছে নিজের কাছে।
সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী, তার আর কোন পরিচয় থাকতে পারে না। তার সর্বোচ্চ শাস্তি হোক , এটাই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, your post is incredibly powerful and deeply affecting. The raw emotion and outrage you express regarding the horrific incident in front of Mitford Hospital resonate strongly. It's chilling to read about such brutality and the collective failure to intervene. You've articulated a sentiment that I think many share - a questioning of our own humanity in the face of such inhumanity.
Thank you for bravely bringing attention to this, even when others hesitate. Your voice is important, and your call for justice is vital. I hope your post sparks meaningful dialogue and action. Keep speaking out! What are your thoughts on what steps can be taken to ensure that the perpetrators are brought to justice?
ভিডিওটি দেখলে যে কোন মানুষের মন খারাপ হয়ে যাবে ভাইয়া। আমি ভিডিওটি দেখতে পারিনি পুরোটা। পুরো ভিডিও দেখার শক্তি ও সাহস আমার ছিল না। আশাকরি সরকার তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করবেন। মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। এধরণের নৃশংস ঘটনা যেন আমাদের আর দেখতে না হয়। লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।
আসলে কিছু সন্ত্রাসীদের জন্য দেশের যেমন বদনাম হয় তেমনি সেই নিজের দেশেরও তারা কখনো ভালো কাম্য করতে পারে না বলে আমার বিশ্বাস।আসলে বর্তমানে মানুষ খুবই হিংস্র হয়ে উঠছে।আপনার লেখা পড়েই খারাপ লাগছে এবং শিউরে উঠলাম।মৃত্যুদণ্ডই এদের একমাত্র শাস্তি ।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য।