গিরগিটি
গতকাল থেকে মনের অবস্থা খুব একটা ভালো নেই, এমনিতেই পরিচিত এক আত্মীয়ের মৃত্যুতে মনটা বেশ ভারাকান্ত হয়ে আছে, তার ভিতরে আবার চেনা মানুষগুলোর অচেনা রূপ যেন নতুন করে দেখছি।
আমার তো মনে হয়, সবচেয়ে গিরগিটি হচ্ছে তারা, যাদের আমরা অধিক স্নেহ সম্মান কিংবা আপ্রাণ ভালোবাসি, ঠিক তারা। তারপরেও যদি আরও পরিস্কার করে বলতে হয়, তাহলে হয়তো সেই তালিকায় আমাদের নিকটস্থ আত্মীয়-স্বজন বা নিজের রক্তের লোকও থাকতে পারে।
সুতরাং অবাক হওয়ার কিছু নেই, শুধুমাত্র চারিপাশটা ভালোভাবে দেখতে হবে শিখতে হবে আর নিজ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
নিজের রক্তের লোক, খুবই সমসাময়িক সময়ে এমন ভাবে মানসিক গেম খেলার চেষ্টা করেছে, যা আসলে মোটেও কল্পনাও করতে পারিনি। অনেকটা হতভম্ব হয়ে গিয়েছি।
যে মানুষগুলোর বিপদে নিজের জীবনের অর্জিত অর্থের অনেকটা অংশ ব্যয় করেছি, আজ তারা কিনা সুযোগ বুঝে দারুণ ছক এঁকেছে, আমাকে বিপদগ্রস্ত করার জন্য।
এ যাত্রায় একটা শিক্ষা খুব ভালোভাবে পেয়ে গেলাম, আর যাইহোক কোন অবস্থাতে ভুলেও নিজের আত্মীয়-স্বজন কিংবা রক্তের লোকজনের সঙ্গে , কোন প্রকার অর্থনৈতিক লেনদেন করা যাবে না।
অর্থনৈতিক লেনদেন, সব সম্পর্ক নষ্টের মূল কারণ। যা আজ খুব ভালোভাবে বুঝতে পারছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, your post really resonated with me! It's powerful how you've articulated such a universally relatable experience – the sting of betrayal, especially from those closest to us. The rawness of your emotions is palpable, and your reflection on the importance of setting boundaries, particularly concerning financial matters with family, is a valuable lesson. Thank you for sharing your vulnerability and wisdom! It takes courage to be this open. I am sorry for your loss. Have you found that sharing these experiences helps you process them? What strategies do you use to protect yourself emotionally after feeling betrayed? I'm sure many others can relate and would love to hear more about your insights.