বিরামবিহীন বৃষ্টি
গত দুদিন আগেও বেশ ভ্যাপসা গরম ছিল, কোন অবস্থাতেই যেন স্বস্তি পাওয়া যাচ্ছিল না । তবে দেখুন না, আবহাওয়া পরিবর্তনের যেন কোন নির্দিষ্ট সময়সীমা নেই। হুট করেই যেন গতকাল থেকে সবকিছুর পরিবর্তন হয়ে গেল।
ভ্যাপসা গরম এখন তেমনটা নেই, বিরামহীন বৃষ্টি যেন ঝরেই যাচ্ছে, কে জানে এই আবহাওয়ার আবার কখন পরিবর্তন হবে! তবে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য জানিয়েছে, তাতে মনে হয় না, আপাতত এই অবস্থা ঠিক হবে।
জনজীবনেও যেন অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে, চারিপাশের স্বাভাবিক জীবনযাপনেও বেশ ব্যাঘাত ঘটছে । বিশেষ করে শ্রমজীবী মানুষদের, যাদের কর্মের জন্য প্রতিনিয়ত বাহিরে ছুটতে হয়, তারা অনেকটাই স্থবির হয়ে গিয়েছে।
বৃষ্টির দিন গুলো বড্ড অদ্ভুত ভূমিকা পালন করে মানুষের ব্যক্তি জীবনে , যারা চাকরিজীবী তাদের দায়িত্ব ঠিকই পালন করতে হয় , তবে কাজের চাপ খানিকটা কম থাকে। আর যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকে, তাদের অবস্থা অনেকটাই মন্থর। তবে বেশি সমস্যায় পড়তে হয় দিনমজুর মানুষদের।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গেও যে জীবন-যাপনের ব্যাপক এলোমেলো অবস্থার সৃষ্টি হয়, তা যেন আবহাওয়ার পরিবর্তনের সময় বেশ ভালোভাবে সাদৃশ্য হয়।
এমন বিরামহীন বৃষ্টির দিনে যখন কেউ খিচুড়ি,ডিম-মাছ ভাজা, মাংস ভুনা দিয়ে খাওয়া-দাওয়া বন্দোবস্ত করা নিয়ে ব্যস্ত, তখন হয়তো অন্য প্রান্তে কারো চুলাতেই হাঁড়ি উঠছে না।
আর আমার মতো যারা অক্ষর কর্মী মানুষ আছে, তাদের হয়তো ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থেকে, নোটবুকে আর্টিকেলের শব্দ জোগাড় করতেই বেশ বেগ পেতে হচ্ছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @shuvo35, this post really captures the essence of a rainy day in Bangladesh! The contrast you draw between the oppressive heat and the sudden downpour is so relatable. I especially appreciate how you highlight the different experiences people have during this weather – from those enjoying a cozy meal to the day laborers struggling to make ends meet. It's a thoughtful reflection on how even something as simple as rain can affect us all so differently. The images really add to the mood. Keep up the great work! What's your favorite thing to do on a rainy day? I'm curious to know!