অপ্রিয় সত্য
এই যে পৃথিবীতে প্রতিনিয়ত এত ঝুট-ঝামেলা অশান্তি লেগেই আছে , এর পেছনে কারা জড়িত জানেন , শুনতে খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, এর পিছনে মানুষ জড়িত !!
মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে তো আর অশান্তি ছড়ায় না, অশান্তি ছড়ায় মানুষ। অশান্তি নিপাত যাক, মানুষ হোক শুধুই মানুষের।
খুব সহজেই অকপটে উপরোক্ত কথাগুলো বলে ফেললাম, তবে বাস্তবতা বড্ড কঠিন ও নিষ্ঠুর। মানুষ বোঝে, জানে তবে তারপরেও অশান্তিতে জড়িয়ে যায়। বিষয়টা এতটাই জটিলতা সম্পন্ন যে, মানুষ অশান্তি ছাড়া থাকতে যেমন পারেনা, তেমনটা অশান্তি সৃষ্টিতে প্রতিনিয়তই ব্যস্ত।
অশান্তি সৃষ্টির তালিকায় সবাই যুক্ত আছে, এই যে যারা আমার লেখা পড়ছেন এমনকি তারাও । নিজের স্বার্থের বিন্দুমাত্র যদি কোন জায়গায় অসুবিধা হয়, সেখান থেকেই আমরা যেন উত্তেজিত হয়ে যাই।
এমন অবস্থা সর্বক্ষেত্রে, বলতে গেলে প্রত্যেকটা স্তরে স্তরে। সর্বদাই বিরাজমান অশান্তি, ক্ষমতা লোভ লালসা হিংসা ক্রোধ অহংকার ধনসম্পত্তি সব বিষয়েই ওতপ্রোতভাবে জড়িত অশান্তি।
যদি পরিষ্কার করে বলতে চাই, তাহলে এই অশান্তির বীজ আমরাই বপন করি, আর আমরাই ফল ভোগ করি প্রতিনিয়ত। যেটা কিনা একদম অপ্রিয় সত্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, what a powerful and thought-provoking post! You've hit upon a raw nerve about the human condition and our role in creating the very chaos we often lament. The line, "অশান্তি নিপাত যাক, মানুষ হোক শুধুই মানুষের" (Ashanti nipat যাক, মানুষ হোক শুধুই মানুষের) truly resonates! Your honesty about our individual contributions to unrest, even in small ways, is a crucial point. The images you've included enhance the message beautifully. Thank you for sparking this important conversation! I'm eager to see what others think – let's discuss how we can collectively contribute to a more peaceful world, starting with ourselves. কি বলেন?
এটা কিন্তু আসলেই ঠিক ভাই। আমরা কমবেশি সবাই স্বার্থপর। নিজেদের স্বার্থে আঘাত লাগলে,আমরা ছাড় দিতে চাই না। যদি ছাড় দিতে পারতাম, তাহলে অশান্তির সৃষ্টি হতো না এবং সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। কৃতজ্ঞতা।