রূপ
মানুষের রূপ দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত, একই মানুষ একই অঙ্গে কত রূপ দেখায়, মাঝে মাঝে সেটাই ভেবে পাইনা ।
দূরের মানুষের ভিন্নরূপ দেখলে খুব একটা বেশি ব্যথিত হই না, তবে যে মানুষ খুব কাছের, যার সঙ্গে অনেকটা সময় ভাবের আদান-প্রদান হয়েছে কিংবা যৌক্তিক চিন্তাভাবনার গঠনমূলক আলোচনার অনেক মুহূর্ত রয়েছে, সেই মানুষের হঠাৎই যখন পরিবর্তনের রূপ দেখেছি, তখন কিছুটা অবাক হয়েছি।
সময় গড়িয়ে যায় কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, হয়তো শুধুমাত্র তার রূপ পরিবর্তনের কারণে।
গতরাত থেকে নিজের কাছে নিজেই ভীষণ লজ্জিত হয়ে গিয়েছি, খুব বাজে ধরনের একটা অভিজ্ঞতার স্বীকার হয়েছি। যে মানুষটাকে নিয়ে আমি গর্ব করতাম, যাকে নিয়ে স্থানীয় এলাকায় জনসচেতনতা মূলক অনেক কর্মকান্ড করেছি, দিনশেষে এসে দেখি তার নিজের রূপ পরিবর্তন হয়ে গিয়েছে।
রূপ পরিবর্তন হওয়া দোষের কিছু না, তবে যে সচেতন মূলক কথাগুলো প্রতিনিয়ত মানুষের সামনে বলা হয়েছিল , সেই কথাগুলোর যদি ভিত্তি নিজের ভিতরে না থাকে , তখন সেটা কিছুটা দৃষ্টিকটু লাগে।
বাস্তবতা নিষ্ঠুর ও কঠিন, যার প্রমাণ প্রতিনিয়তই পাচ্ছি। একাই চলতে হবে, এটাও বুঝে গিয়েছি। বুঝে গিয়েছি যাদের কে অধিকভাবে সম্মান করতাম, তারা আসলে সম্মান পাওয়ার যোগ্য না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, আপনার লেখাটি সত্যি হৃদয়স্পর্শী! মানুষের মুখোশের আড়ালে লুকানো রূপ এবং সেই অভিজ্ঞতার কষ্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। "বাস্তবতা নিষ্ঠুর ও কঠিন" - এই উপলব্ধিটা যেন প্রতিটি লাইনে স্পষ্ট। আপনার ভেতরের এই আবেগ এবং সমাজের প্রতি আপনার সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।
ছবিগুলো লেখার সাথে মানানসই। বিশেষ করে প্রথম ছবিটি যেন গভীর একাকীত্বের প্রতিচ্ছবি।
এই কঠিন সময়েও আপনি একা চলার সাহস দেখাচ্ছেন, এটা প্রশংসার যোগ্য। আপনার এই অভিজ্ঞতা নিশ্চয়ই অনেককে ভাবাবে এবং সাহস যোগাবে। আপনার আগামী দিনের পথচলা শুভ হোক। চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি!
Upvoted! Thank you for supporting witness @jswit.