ভাইরাস জ্বর
চতুর্দিকে ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে, এটা মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে হচ্ছে। প্রতিনিয়তই ঝড়-বৃষ্টি সঙ্গে আবার থেমে থেমেই তাপমাত্রা বাড়ছে। বলতে গেলে, থেকেই অধিক গরম আবার থেকেই ঠান্ডা পরিবেশ।
এই ভাইরাস জ্বরের ভুক্তভোগী কিন্তু শুধুমাত্র শিশু বা বাচ্চারা না, বলতে গেলে সব বয়সের লোকজনের মাঝেই এই জ্বর ছড়িয়ে গিয়েছে। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ কিংবা এই আবহাওয়ার ভিতরে এদিক সেদিক ঘোরাফেরা করছে,তাদেরই এই ভাইরাস জ্বর ধরে গিয়েছে।
এবং এটাও সত্য কথা, একজনের মাধ্যমে দেখা যাচ্ছে ধীরে ধীরে বাড়ির অন্য সকলেই এই জ্বরে আক্রান্ত হচ্ছে।
আমার বাবু গত কয়েকদিন থেকে এ জ্বরের ভুক্তভোগী ছিল, একদম কাহিল হয়ে গিয়েছিল ওর পুরো শরীরটা,যদিও এখন ও কিছুটা সুস্থ, তবে এখনো পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে।
আজ যখন সশরীরে বাবু কে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার মতো সমস্যা নিয়ে আরো অনেকেই এসেছে। যেহেতু ডাক্তার আমার পুরনো কলিগ,তাই ও আমাকে ব্যক্তিগতভাবে বলেই ফেলল সবদিকে এখন এই জ্বরের ভাইরাস ছড়ে গিয়েছে, সবাই মূলত এই সমস্যা নিয়েই এখানে আসছে এবং কয়েকদিন থেকে এই ধরনের রোগীদের আমরা প্রচুর ফেস করছি।
যাইহোক হাসপাতালের অবস্থা খুব একটা সুবিধাজনক জন্য মনে হলো না, তাছাড়া সবাই দেখি সর্দি কাশি জ্বরে ভুগছে, এজন্যই দ্রুত পরিত্যাগ করলাম হাসপাতাল এলাকা।
হাসপাতাল থেকে ফেরার পরে, নিজের শরীরের ভিতরে কেমন জানি লাগছে, মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। যাইহোক, সব মিলিয়ে শরীর ও মন মেজাজ দুটোর একটাও ভালো নেই।
এ ভাইরাস জ্বর থেকে সবাই মুক্তি পাক, এটাই কামনা করছি। ভালো থাকুক সবাই, সুস্থ শরীরে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইরাস জ্বরে এখন অনেকেই ভুগছে। এমতাবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। তবুও বাচ্চাদেরকে সামলাতে কষ্ট হয়ে যায়। কারণ তারা তো কিছু বুঝতে চায় না। বাহিরে যেতে নিষেধ করলেও,কথা শুনতে চায় না। যাইহোক শায়ানের জন্য অনেক অনেক দোয়া রইলো।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
নিজেরাও সাবধানে থাকিয়েন।
হ্যাঁ ভাই সবসময় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি। দোয়া করবেন আমাদের জন্য। বিশেষ করে আমার টুইন ছেলের জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।