সবুজ প্রকৃতিতে কিছু সময় ।
মজার ব্যাপার হচ্ছে, যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তাই এদিকটাতে ঋতু পরিবর্তন খুব দ্রুত শুরু হয়ে যায় এবং তা বেশ ভালো ভাবে বোঝা যায় । যদিও শহর অঞ্চলে এখন প্রচুর গরম, তবে এদিকটাতে বিকেলের পর থেকেই বেশ ভালই কুয়াশা পড়ে, বলতে গেলে মাঝরাতের পর থেকে খানিকটা ঠান্ডা অনুভূত হয়।
এখানকার প্রকৃতির পরিবর্তন যেন প্রতিনিয়তই স্বচক্ষে দেখতে পাই, এই যে গত কয়েকদিন আগে প্রচুর গরম এবং বর্ষা ছিল, তখন একরকম সৌন্দর্য ছিল আর এখন যে পরিবর্তন চলছে তাতে বেশ ভালোভাবেই শীতের আগমনী বার্তা বোঝা যাচ্ছে।
ভিডিও লিংক
আমার ভীষণ পছন্দের রাস্তা এটি, বলতে গেলে বিশুদ্ধ অক্সিজেনের সমাহার এখানটাতে। যতটা দূর চোখ যাবে রাস্তার দু'পাশে শুধু সবুজ ফসলের জমি। মনে হবে সবুজের অভয়ারণ্য।
মাঝে মাঝে মনে হয়, যদি অনেকটা পয়সা থাকতো, তাহলে এমন পরিবেশে একটা বাড়ি বানিয়ে তুলতাম, যেখান থেকে শুধু দুচোখ ভরে অকৃত্রিম সবুজ সৌন্দর্য উপভোগ করতাম।
তবে ইচ্ছা আছে এই শীতে এবার এমন পরিবেশের মাঝে , পিকনিক করার। প্রায় প্রতিদিনই এখনটাতে আসি,অনেকটা নিজের মতো করে পায়চারি করি আর বিশুদ্ধ অক্সিজেন বুক ভরে নেই।
এ এক অন্যরকম প্রশান্তি, যাইহোক সেদিন পড়ন্ত বেলায় যাওয়ার পরে দেখি চতুর্দিকে কুয়াশা পড়ছে, তার মাঝেই খানিকটা সময় ঘোরাঘুরি করেছি এবং সেই মুহূর্ত মুঠোফোনের ক্যামেরা তে ভিডিও আকারে ধারণ করেছি।
আশা করছি ভালো লাগবে আপনাদের, সবুজ প্রকৃতিতে ভার্চুয়ালি আপনাদেরকে স্বাগতম। তাহলে উপভোগ করুন ভিডিওটি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, what a wonderful glimpse into rural Bangladesh! The way you've captured the transition from the heat of the day to the cool, misty evenings is truly enchanting. Your description of the lush green fields and the "abode of greenery" really paints a vivid picture. I especially loved your dream of building a house there to soak in all that beauty – a dream many of us share! The video beautifully captures the serene atmosphere. Thanks for sharing this virtual escape and inviting us into your world. I can already imagine how lovely a picnic would be there! What are some of your favorite picnic foods to enjoy in such a picturesque setting? I'm keen to know! Keep sharing these beautiful moments with us!
বিশ্বাস করুন আর না করুন ভাই এরকম পরিবেশ আমার নিজের কাছেও কতটা প্রিয় সেটা বলে প্রকাশ করতে পারবো না। মূলত এরকম পরিবেশ গুলি ভালোলাগার কারণটা হলো সবুজের সমাহার। দু চোখ যেদিকে যায় সেদিকেই যেন সবুজ আর সবুজ। যাই হোক আপনার পিকনিক করার মনের আশা টি পূর্ণ হোক। সাথে বাড়ি করার ও।
আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
আসলে গ্রামে থাকলে প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। ফটোগ্রাফি গুলো দেখেই তো আমার ইচ্ছে করছে সেখানে ঘুরতে যেতে। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য সময়টা বেশ ভালো কেটেছিল ভাই।
সুন্দর প্রকৃতি মানেই অন্যরকমের প্রশান্তি। তবে এই প্রশান্তি আমরা সবাই চাই ভাইয়া। আপনার এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আর এই দারুন প্রকৃতির মাঝে সময় কাটাতে সত্যিই ভালো লাগে।
ধন্যবাদ আপুুু, আপনার সাবলীল মন্তব্যের জন্য।