গিন্নির জন্মদিন
বিবাহ পরবর্তী জীবনে, কত বার যে ধুমধাম করে গিন্নির জন্মদিন পালন করেছি, তার কোন হিসেব নেই। তবে সময় পরিবর্তনের সঙ্গে, অনেক কিছুতেই পরিবর্তন চলে এসেছে। এখন আর চাইলেও আগের মতো হয় না সবকিছু।
কত দায়িত্ব যে কাঁধের উপর এসেছে সেই তালিকা বেশ লম্বা, ১৯ সেপ্টেম্বর গিন্নির যে জন্মদিন ছিল তা যেন ভুলেই গিয়েছিলাম। তবে সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকেছিলাম, তখন বিগত সময়ের কিছু মেমোরি ভেসে উঠেছিল, এজন্যই মাঝরাতে ওকে খুদে বার্তা দিয়েছিলাম।
ও নিজেও আসলে ভুলে গিয়েছিল, ওর জন্মদিনের কথা। যাইহোক, যেহেতু গিন্নির জন্মদিন তাই পরদিন দিনের বেলা কয়েকটা জায়গায় তথ্যটা ছড়িয়ে গিয়েছিল মূলত ওর বন্ধুদের মাধ্যমে। কেননা সবাই ওকে শুভেচ্ছা জানাচ্ছিল।
এখন যেহেতু গ্রামে থাকি, তাই সেভাবে দ্রুত সবকিছু আয়োজন করা সম্ভব হয় না। তাই অবশেষে ওর নিজের কিছু আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে, কোনরকমে গতকাল রাতে বাসায় ছোট পরিসরে ওর জন্মদিন পালন করলাম।
যদিও ও প্রথমে রাজি ছিল না, তবে আমি ম্যানেজ করাতে রাজি হয়ে গিয়েছিল। অনেকটা দিন ধরে দুটো মানুষ একত্রে একসঙ্গে একই ছাদের নিচে আছি।
আমার মতো একজন মানুষকে যে, ও প্রতিনিয়ত কিভাবে সহ্য করে, এটা ভাবতেই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। তার ভিতরে আবার বাবুর যন্ত্রণা এবং সংসার , সব মিলিয়ে ও যে সবকিছু কেমনে এতো সামলায়, সেটাই ভেবে উঠতে পারিনা।
যাইহোক, গতকাল রাতে কেক কাটার সময় ওকে ফিসফিসিয়ে বললাম, এভাবেই আমাকে আমৃত্যু সহ্য করিও এবং বাবুকে আগলে রাখিও। অফুরন্ত ভালোবাসা রইলো, তোমার জন্য গিন্নি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, this post is a beautiful testament to enduring love and partnership! It's so relatable how life gets busy, and those special days can sometimes slip our minds. But you turned it around and made your wife's birthday special, despite the initial forgetfulness.
The photos really bring the celebration to life. It looks like a cozy and intimate gathering with close family and friends. Your words about appreciating your wife's strength and the life you've built together are incredibly touching.
Thank you for sharing this personal glimpse into your life. It's heartwarming to see such genuine affection. I hope your post inspires others to cherish their loved ones and celebrate the everyday moments. Wishing you and your family all the best! Keep sharing your stories with us.
আপুর জন্মদিন প্রতি বছরের ন্যায় এ বছরও বেশ ধুমধাম ভাবে পালিত হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপুর জন্য দোয়া রইল। আপনার পুরো পরিবার সব সময় যেন সুস্থ থাকে এমনটাই প্রত্যাশা করছি।
ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল।