শোকের ছায়া
গতকাল থেকেই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। একটু পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখান থেকে শহরে যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম ব্যাটারি চালিত অটো, তাই সবাই সেই গাড়িগুলোতে চড়েই এদিক সেদিক যাতায়াত করে।
মূলত গ্রামীণ এলাকার রাস্তা অতিবাহিত করে যখন হাইওয়েতে উঠতে হয়, ঠিক তখন থেকেই যেন ছোট গাড়ি গুলো অনেকটা অনিরাপদ হয়ে ওঠে।
কেননা হাইওয়েতে সব বড় বড় যানবাহন, আর সেগুলোর মাঝে এই ছোট ব্যাটারি চালিত অটো গুলো যেন নিতান্তই পিঁপড়ার মতো। কথাটা শুনতে খারাপ লাগলেও, কিচ্ছু করার নেই। আর এই অনিরাপদ অটো গুলোতে চড়েই সবাই প্রতিনিয়ত যে যার গন্তব্যে যায়।
ওই যে বললাম না হাইওয়েতে বড় বড় যানবাহন চলাচল করে, ঠিক তেমনি এক পণ্যবাহী ট্রাকের সঙ্গে গতকাল ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
আশা করা যায়, তারপরের ব্যাপারটুকু বুঝতে আর কারো বাকি নেই । মুহূর্তেই ঘটনাস্থলেই পুরো অটো গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আর গাড়িতে যারা ছিল, তাদের কথা আর কি বলবো, বলেন।
ঘটনাস্থলেই সবাই মারা যায়, গাড়িতে থাকা সাতজনের ভিতরে কেউ বেঁচে নেই। সেই সাতজনের ভিতরে আমার প্রতিবেশী এবং চাচা শ্বশুর ছিল।
সড়ক গুলো এখনো নিরাপদ নয়, মানুষজন এখনো পুরোপুরি সচেতন নয়, সবকিছুই কেমন জানি জগাখিচুড়ি লাগছে। বিষণ্ণতায় মনটা একদম ভরে উঠেছে আর ছড়িয়ে গিয়েছে এলাকায় ভয়ানক শোক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঘটানাটা খুবই দুঃখজনক। কিন্তু এই বিষয়টা সবার আগে ছোট গাড়ির ড্রাইভারদের বুঝতে হবে। আমরা যত সহজে, m1u1+m2u2=m1v1+m2v2 বুঝি,
তা এই মূর্খ এবং গোঁয়ার ড্রাইভারদের বুঝাবে কে? এরা মনেকরে তারা সব জায়গায় যাওয়ার সক্ষমতা রাখে। আমাদেরকে আসলে অনেক বেশি পরিশ্রম করতে হবে সচেতনতা তৈরি করতে।
হুম, সচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বত্র।
ব্যাটারি চালিত অটো গুলোতে চড়ে হাইওয়ে রোডে চলাচল করাটা বেশ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলেও তো কিছু করার নেই। নিরুপায় হয়ে অনেকেই যাতায়াত করে থাকে। এতজন মানুষ মারা গিয়েছে, জেনে ভীষণ খারাপ লাগলো ভাই। এই ধরনের ঘটনা ঘটলে, পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসাটা একেবারে স্বাভাবিক। উনারা পরপারে যাতে ভালো থাকেন, সেই কামনা করছি।
আমার অনুভূতি বুঝতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। আসলেই এলাকায় শোকের ছায়া পড়েছে।