বেদনাদায়ক সকাল
ঘুম থেকে ওঠার পরেই মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে , আগে সকাল সকাল পেপার পত্রিকা খুলে একটু উঁকি দেওয়ার চেষ্টা করতাম, তবে সময়ের পরিবর্তনে সেই অবস্থা এখন আর নেই।
এখন প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরেই, মুঠোফোনটা হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করি। মূলত পারিপার্শ্বিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। প্রতিদিনের ন্যায় যখন আজকেও সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড চেক করছিলাম, তখন একটা খবর দেখে ভীষণভাবে মর্মাহত হয়েছি।
প্রত্যেকটা বিয়োগের খবর ভীষণ বেদনাদায়ক, তবে তারথেকেও বেশি যন্ত্রণাদায়ক হচ্ছে, পরিচিত মানুষজনের বিয়োগের খবর।
শহরের বাসায় থাকার সময়ে, হৃদয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। ছেলেটা মূলত ইন্টারনেট সংযোগ সার্ভিস দিতো এলাকায়,তাছাড়াও ও টুকটাক ভিডিও বানাতো, এভাবেই পরিচয়ের সূত্রপাত।
তারপরে তো সম্পর্কটা আরো গভীরে যাওয়া শুরু করলো। প্রায়ই দেখা হতো, ঘোরাঘুরি হতো, নিজেদের মতো গল্প হতো, বলতে গেলে সতেজ সম্পর্ক।
অতঃপর যখন শহর ছেড়ে গ্রামে চলে আসলাম,তারপরেও টুকটাক কথা হতো। বিগত সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম ওর ছোট্ট মেয়েটা হার্টের সমস্যার ভুক্তভোগী, এজন্য যদিও ও দেশ-বিদেশের বহু ডাক্তার দেখানোর চেষ্টা করেছিল, তবে সেভাবে কোন ফলাফল আসেনি।
আজ তো সোশ্যাল মিডিয়াতে ওর নিউজ ফিডে দেখলাম, ওর ছোট্ট মেয়েটার বিয়োগের খবর। যা আমাকে আকস্মিকভাবে ভীষণ মর্মাহত করেছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, I was deeply touched by your heartfelt post. Your vulnerability in sharing such a personal and painful experience – the loss of your friend's daughter – is truly moving. It reminds us how interconnected we are, even in the digital world, and how deeply we can feel the sorrows of others. The way you described your friendship and the impact of this tragic news really resonated with me.
Thank you for sharing this poignant reflection. I encourage others to read this and offer @shuvo35 some words of support. Grief is a heavy burden, and knowing we're not alone can make a difference. Sending strength and comfort to you and your friend's family.
জীবনটা এরকমই তবে উপরওয়ালা কখন কাকে কিভাবে কোথায় নিজের জীবনকে উপরে উঠিয়ে নেবেন সেটা বোঝা বড়ই মুশকিল। আল্লাহ ওই ছোট্ট মেয়েকে জান্নাত নসিব করুন। সেই সাথে প্রত্যেককেই এরকম কঠিন রোগ থেকে হেফাজতে রাখুন। আপনার বন্ধুর এই বেদনা দায়ক মুহূর্তটির কথা জানতে পেরে আমার কাছেও খুবই খারাপ লাগলো।
বাস্তবতা বড্ড কঠিন ও নিষ্ঠুর ভাই।