জেনারেল রাইটিং - সময়ের গুরুত্ব।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগ বাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদের সাথে আমি একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সময়ের গুরুত্ব।

সময় এমন একটি জিনিস, যা কখনোই কেউই নিজের কুক্ষিগত করতে পারে না। সময়কে থামানো যায় না। সময় সময়ের মতো চলে, সময় বয়ে যায় প্রবাহমান ধারার মতো। সময়ের এই মহাভ্রমণে আমরা কিঞ্চিৎ ক্ষণের জন্য এর অংশ হই। কিছু কিছু মানুষ তাদের সময়কে এমন ভাবে আলোকিত করে, রাঙিয়ে তোলে, সময় তাদের কৃতকর্মকে তার মহা ভ্রমণের অংশ করে নেয়।
যাইহোক, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, এই সময়ের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। সময়ের মহা ভ্রমণের অংশ হওয়ার জন্য নাহলেও, নিজেদের জন্য আমাদের সময়ের সদ্ব ব্যবহার করতে হবে। আমরা যদি সময়কে কাজে না লাগাতে পারি, অবহেলায় সময় নষ্ট করি, তাহলে নিজেরই ক্ষতি হবে।
বাংলায় একটা প্রবাদ আছে,
আজকের কাজ আজই শেষ কর। আগামীকালের জন্য ফেলে রেখো না।
কথাটি বেশ গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বাস্তবসম্মত। কারণ, আমরা জানি না আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে। হয়তো আমরা যে কাজটা আগামীকাল করবো ভেবে ফেলে রেখেছি, আগামীকাল আরও বেশি কাজ আসতে পারে। যার ফলে আমরা আজকের কাজটি হয়তো আগামীকাল নাও সম্পন্ন করতে পারি। এমনও হতে পারে, আজকের কাজটি শেষ করতে গিয়ে আগামীকালের কাজটি আমরা আগামীকাল নাও শেষ করতে পারি। এভাবে আমাদের কাজ জমে যাবে। এক সময় কাজের পাহাড় হয়ে যাবে। সেই কাজটি আমরা কখনোই শেষ করতে পারবো না।
এ কারণেই আমাদের সময়ের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। যদি আমাদের বিশ্রামের প্রয়োজন হয়, তাহলে কাজ শেষ করে, অথবা, একটি নির্দিষ্ট পরিকল্পনা করে বিশ্রাম নেওয়া উচিৎ। তবুও প্রতিদিনের কাজ প্রতিদিন, যখন যে কাজের প্রয়োজন তখন সে কাজটি দ্রুত করে ফেলাই ভালো। অলসতা কিংবা কাজকে উপেক্ষা করা কখনোই ভবিষ্যতে ভালো ফল বয়ে আনবে না। বরঞ্চ, দেখা যাবে এটি আরো প্রকট সমস্যা দাঁড় করিয়েছে। যা আমরা কেউই কামনা করি না। তাই এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।