কাশফুলের বাগানের কিছুটা সময়
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন এটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো ভ্রমণ। ভ্রমন করতে আমি বেশ পছন্দ করি। যদিও ব্যস্ততার কারনে সময় হয়ে উঠে না কোথাও বেড়াতে যাওয়ার। তবুও এরই ফাঁকে যতটুকু সময় পাই তখনই চেষ্টা করি কোথাও না কোথা বেড়াতে যাওয়ার। কারন ভ্রমন করলে যেমন মনটা শান্ত হয়ে যায় তেমন করে ভ্রমন করলে আবার প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। আর এই জন্যই আমাদের সবার উচিত মাঝে মাঝে ভ্রমনে বেড়িয়ে পড়া। আর তাই তো ভাবছি আমার ভ্রমনের ইতিহাস গুলো আপনাদের মাঝে শেয়ার করবো।


সেদিনের কথা মনে পড়লে এখনো মন ভরে যায়। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম তিনশ ফিটে। তখন শরৎকাল চলছে। শরৎকাল মানেই কাশফুলের সাদা মেলা। প্রকৃতি যেন নিজের সাজসজ্জা নিয়ে নতুন রূপে ধরা দেয়। এই কাশফুল দেখার জন্যই আমরা একদিন বিকালে বেরিয়ে পড়েছিলাম। সেদিনের যাত্রা, সেদিনের আকাশ আর পরিবেশ সবকিছু আজও চোখে ভাসে।

আমরা যখন তিনশ ফিটে পৌঁছালাম তখন ছিল বিকেলের শেষ সময়। আকাশে সূর্য আস্তে আস্তে পশ্চিমে হেলে পড়ছে। আলোটা ঠিক সেই রকম ছিল যেটা মানুষকে একটু থমকে দাঁড়াতে বাধ্য করে। সোনালি আলো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বাতাসে ছিল হালকা শীতলতা। শরতের বিকেল এমনিতেই খুব সুন্দর হয় আর সেই সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছিল কাশফুলের সাদা হাসি।

চারদিকে চোখ যতদূর যায় শুধু সাদা সাদা কাশফুল। মনে হচ্ছিল প্রকৃতি যেন এক বিশাল সাদা চাদর বিছিয়ে দিয়েছে। ফুলগুলো বাতাসে দুলছিল। সেই দোলার শব্দ ছিল খুব মধুর। মনে হচ্ছিল ফুলগুলো যেন নিজেদের মধ্যে গল্প করছে। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। সত্যি বলতে কী এই দৃশ্যটা এতটাই শান্ত আর নির্মল ছিল যে মনে হচ্ছিল চারপাশের সব কোলাহল কোথায় যেন হারিয়ে গেছে। তখন সূর্য ডুবতে শুরু করেছে। পড়ন্ত বিকেলের সেই সূর্য আর কাশফুলের সাদা রং মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। মনে হচ্ছিল সোনালি রোদ আর সাদা ফুল একসাথে নেচে উঠছে। আকাশে ছিল হালকা মেঘ। সেই মেঘগুলোও যেন রঙ পাল্টে নিচ্ছিল। কখনো সোনালি আবার কখনো লালচে হয়ে উঠছিল। দৃশ্যটা ছিল সত্যি অবিশ্বাস্য সুন্দর।

আমরা কয়েকজন মিলে হাঁটছিলাম কাশফুলের ভেতর দিয়ে তৈরি সরু পথে। হালকা বাতাস গায়ে এসে লাগছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের আলতো করে ছুঁয়ে দিচ্ছে। তখনকার সেই মুহূর্তে মনটা খুব হালকা হয়ে গিয়েছিল। অনেক চিন্তা ভাবনা দূরে চলে গিয়েছিল। মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে চলে গেছি যেখানে শুধু শান্তি আর সৌন্দর্য ছাড়া আর কিছু নেই। অনেকেই সেদিন কাশফুল দেখতে এসেছিল। কেউ ছবি তুলছিল, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছিল। তাদের হাসির শব্দ কানে ভেসে আসছিল। পুরো পরিবেশটা ভরে গিয়েছিল এক ধরনের আনন্দে। আমি শুধু চারদিকে তাকিয়ে সেই সৌন্দর্যকে উপভোগ করছিলাম। সত্যি বলতে কী কাশফুলের ভেতরে দাঁড়িয়ে থাকার অনুভূতি ভাষায় পুরোপুরি বোঝানো যায় না। এটা কেবল চোখ আর মন দিয়ে অনুভব করতে হয়।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করল। সূর্য প্রায় অস্ত গেছে। আকাশ তখন লালচে হয়ে উঠেছে। সেই আলো কাশফুলের উপর পড়ছিল। মনে হচ্ছিল ফুলগুলো জ্বলজ্বল করছে। চারপাশে এক ধরনের জাদুকরী পরিবেশ তৈরি হয়েছিল। আমি অনেকবার ভ্রমণে গিয়েছি কিন্তু তিনশ ফিটের কাশফুল বাগানে সেই পড়ন্ত বিকেলের অনুভূতি ছিল একেবারেই আলাদা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর আমরা ধীরে ধীরে ফিরে আসতে লাগলাম। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল তবুও মন চাইছিল আরও কিছুক্ষণ সেখানে থেকে যাই। কিন্তু সময়ের জন্য ফিরতে হয়েছিল। ফেরার পথে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গিয়েছিল। প্রকৃতির কাছাকাছি গিয়ে যে প্রশান্তি পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।

আজও মাঝে মাঝে মনে পড়ে সেদিনের সেই মুহূর্তগুলো। ব্যস্ত শহরের জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কাছে গেলে মনটা অন্যরকম হয়ে যায়। তিনশ ফিটের কাশফুল বাগান আমাকে ঠিক সেই অভিজ্ঞতাই দিয়েছিল। সেখানে গিয়ে মনে হয়েছিল প্রকৃতি কতটা সুন্দর আর উদার। আমাদের শুধু দরকার সময় বের করে সেই সৌন্দর্যকে চোখ দিয়ে দেখা আর মন দিয়ে অনুভব করা।

জানিনা আমার আজকের ভ্রমন পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ভ্রমন পোস্ট |
---|---|
ক্যামেরা | Vivo y22s |
পোস্ট তৈরি | @kawsar7731 |
লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Hello there! 👋🏼
So excellent you've shared about traveling. 🤩
There's a travel community that is active now through this link:
https://steemit.com/trending/hive-188972
Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌
~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼