ট্রাভেল পোস্ট- " পড়ন্ত বিকেলে নদীর পাশে কিছুটা সময়"

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

ভ্রমণ সবসময়ই মনকে প্রফুল্ল করে। আর যদি গন্তব্য হয় বাংলার তাজমহলের মতো এক আকর্ষণীয় স্থান, তবে সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আরও বিশেষ। কয়েকদিন আগে আপুর সাথে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলাম প্রকৃতির মাঝে।যাতে করে প্রকৃতির ভালোবাসায় একটু প্রাণ খুঁজে পাই। তবে সেদিন এমন সুন্দর প্রকৃতি দেখে আমি নিজেও বেশ মুগ্ধ ছিলাম। যার জন্য আজ তার কিছু আনন্দ আপনাদের মাঝে ভাগ করে নিতে চলে আসলাম। মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না । কারন কোথাও ঘুরতে গেলে মনের সাথে সাথে দেহেও ফিরে আমে প্রাণ চঞ্চলতা আর সতেজতা। তাই তো মাঝে মাঝে ঘুরতে যেতে চেষ্টা করি। আর এই কারনেই মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরে বেড়াতে।

image.png

আমার কাছে, ফটোগ্রাফি একটি শিল্প। আর যদি সেই ফটোগ্রাফি মনের মাধুরী দিয়ে করা যায়, তাহলে ফটোগ্রাফি বেশ আকর্ষণীয় এবং সুন্দর হয়ে ওঠে। অবশ্যই, সবাই সুন্দর ফটোগ্রাফি তুলতে পারে না। তবে, যদি আমরা ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝতে পারি এবং ফটোগ্রাফি করার জন্য একটু সময় বের করতে পারি, তাহলে আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারি। এবং আমরা আমাদের দক্ষতা সুন্দরভাবে প্রদর্শন করতে পারি। তাই আমাদের এই সুন্দর শিল্পটি সুন্দরভাবে শেখা উচিত।

image.png

বেশ কয়েকদিন ধরে আমার শরীর অসুস্থতায় ভুগছে। মনে হচ্ছে রোগটি আমাকে ছাড়ছে না। একের পর এক রোগ আমার শরীরে প্রভাব ফেলছে। আমি বেশ ভয় পাচ্ছি। ভয়ের কারণে আমি ডাক্তারের কাছেও যাই না। কারণ আমি ভয় পাচ্ছি যে তারা আমাকে কোনও রোগের জন্য কিছু ওষুধ দেবে। আর এত অসুস্থ শরীর নিয়ে আমি আর কী করতে চাই? নাকি আমি কোথাও বেড়াতে যেতে চাই? তাই আজ কী পোস্ট করব তা ভেবে আমি ডুবে আছি। অবশেষে, আমি আমার মোবাইলের দিকে তাকালাম এবং দেখলাম যে গত বছর আমরা সন্ধ্যায় প্রকৃতি দেখতে নদীর তীরে গিয়েছিলাম। যেখানে আমরা অনেক ছবিও তুলেছিলাম। ভাবলাম সেখান থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি।

image.png

image.png

image.png

শেষ বিকেলে নদীর তীরে দাঁড়িয়ে, বুঝতেই পারছেন বিকেলের প্রকৃতি কতটা সুন্দর। আমরা যখন নদীর তীরে গেলাম, তখন পশ্চিম আকাশের লাল সূর্য পৃথিবীর সামনে তার সৌন্দর্য প্রকাশ করেছিল। যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে ঈশ্বরের সৃষ্টি কতটা সুন্দর। দূর থেকে যতই সেই দৃশ্যগুলো দেখতাম, আমার হৃদয় ততই ভরে যেত। মাঝে মাঝে দেখতাম কিভাবে সূর্য তার আলো দিয়ে নদীর জলের রঙ পরিবর্তন করে।

image.png

image.png

বিকেলের শেষের দিকে এমন দৃশ্যের পাশাপাশি, নদীর তীরে নৌকাগুলো ঘুরে বেড়ানো দেখতে দারুন লাগলো। দিনের শেষে মানুষ কিভাবে তাদের কাজ শেষ করে নদী পার হয়ে তাদের গন্তব্যে চলে যেত। আমি নৌকাগুলো তাদের যাত্রীদের নিয়ে নদীর তীরে ঘুরে বেড়ানোর দৃশ্যগুলো দেখছিলাম এবং আমার মনে কিছুটা শান্তি পাচ্ছিলাম। আমার মনে হয় এমন গ্রামীণ পরিবেশ তোমাকেও কিছুটা আনন্দ দিয়েছে।

image.png

image.png

আবার নদীর তলদেশে অনেক বালির ট্রলার ভেসে বেড়াচ্ছে। আসলে, আমরা যারা ঢাকায় থাকি, যদি এমন দৃশ্য আমাদের চোখের সামনে দেখি, তাহলে আমাদের আনন্দের সীমা থাকবে না। আমাদের আনন্দের কোনও সীমা নেই। তাই সেদিন নদীর তীর থেকে আমি সহজে আসতে পারিনি। শেষ বিকেলে নদীর তীরে এমন দৃশ্য দেখার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম।

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্টটি। আগামীতে আবারও আসবো নতুন কোন ভ্রমন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন।আল্লাহ হাফেজ।

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@mahfuzanila
লোকেশনবাংলাদেশ

কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ভ্রমণ পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

1000028233.gif

image.png

Sort:  
 16 days ago 

বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে আর এরকম জায়গাগুলোতে গেলে পরিবেশ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। খুবই ভালো লাগলো আপনার কাটানো মুহূর্তগুলো দেখে।