ব্যস্ত শহরের সবচেয়ে বড় সমস্যার নাম ট্রাফিক জ্যাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৯ ই জুলাই ২০২৫ ইং
শহরের ব্যস্ত জীবন মানেই হাজারো মানুষের দৌড়ঝাঁপ, অফিস আদালত, স্কুল কলেজ আর নিত্যদিনের নানা কাজকর্মের ভিড়। কিন্তু এই ব্যস্ত জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ট্রাফিক জ্যাম। একবার যানজটে আটকে পড়লে মনে হয় সময় যেন থেমে গেছে, মিনিটগুলো ঘণ্টায় আর ঘণ্টাগুলো দিনের মতো লম্বা হয়ে যায়। অফিস সময়ে বা ছুটির দিনে যে ই হোক, রাস্তায় নামলেই গাড়ির সারি যেন অন্তহীন কাতারে দাঁড়িয়ে থাকে, আর সেই ভিড় থেকে বেরোনোর কোনো সহজ উপায় নেই।
ট্রাফিক জ্যামের কারণে শহরের মানুষের প্রতিদিনের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। কেউ সকালে তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে বেরোলেন, কিন্তু রাস্তায় নেমেই ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতর বসে থাকতে হলো। কোনো শিক্ষার্থী সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারছে না, আবার কারও জরুরি কাজ পেন্ডিং পড়ে থাকছে। শুধু সময়ই নয়, এই যানজট মানুষের মানসিক চাপও বাড়িয়ে তোলে। হর্নের শব্দ, গরমে ঘেমে ওঠা ভিড়, ধোঁয়া আর ধুলোর সঙ্গে লড়াই করতে করতে মানুষের ধৈর্য ভেঙে পড়ে।
শুধু ব্যক্তিগত ভোগান্তিই নয়, অর্থনৈতিক দিক থেকেও ট্রাফিক জ্যাম ভয়াবহ ক্ষতি করে। প্রতিদিন হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় শুধু যানজটে বসে থেকে। ব্যবসায়ীরা সময়মতো পণ্য সরবরাহ করতে পারে না, জরুরি অ্যাম্বুলেন্সও আটকে থাকে এই অসহ্য পরিস্থিতিতে। ধীরে ধীরে এটি শহরের উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে।তবে সমস্যার সমাধান একেবারেই অসম্ভব নয়। সঠিক নগর পরিকল্পনা, উন্নত গণপরিবহন ব্যবস্থা আর ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে অনেকাংশে এই বিপদ কমানো সম্ভব।
মানুষ যদি নিয়ম মেনে চলে, রাস্তার দখলদারি বন্ধ হয় এবং পরিবহন খাতকে সুসংগঠিত করা যায়, তাহলে শহরের মানুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।ব্যস্ত শহরে কাজের চাপে মানুষকে যেমন দৌড়াতে হয়, তেমনি এই ট্রাফিক জ্যাম সেই দৌড়কে থামিয়ে দেয়। তাই বলা যায়, শহুরে জীবনের সবচেয়ে বড় সমস্যার নাম নিঃসন্দেহে ট্রাফিক জ্যাম, আর এর সমাধান ছাড়া কোনো ব্যস্ত শহরই সত্যিকারের আধুনিক শহর হতে পারে না।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/riyadx2p/status/1961440725473923130?s=46
https://x.com/riyadx2p/status/1961441238584029293?s=46
https://x.com/riyadx2p/status/1961441517546946757?s=46