ভ্রমণ পোস্ট: রংপুর গ্ৰামীন ও কুটির শিল্প মেলা ২০২৫ (শেষ পর্ব)
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রংপুর গ্ৰামীন ও কুটির শিল্প মেলা ২০২৫ শেষ পর্ব শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
মেলায় অংশগ্রহণকারী সেরা কুটির শিল্পী, কারুশিল্পী ও গ্রামীণ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। "সেরা স্টল" এর পুরস্কার পায় নন্দীগ্রামের মৃৎশিল্পী রিনা বেগম, যাঁর হাতের তৈরি মাটির জিনিসপত্র দর্শকদের নজর কেড়েছিল। মেলা শেষ হওয়ার আগে অনেক বিক্রেতাই বিশেষ ডিসকাউন্ট দেন, যা দর্শকদের জন্য ছিল সুবর্ণ সুযোগ। হস্তশিল্প, কাঠের কাজ, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশের সাঁকো এবং স্থানীয় খাবারের স্টলগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলার শেষ দিনেও দর্শকদের আকর্ষণ ছিল রংপুরের বিখ্যাত খাবার—হরিণার চাটনি, চমচম, সিদল ভর্তা, এবং তাজা ফলের রস। খাবারের স্টলগুলোতে লম্বা লাইন দেখে বোঝা গিয়েছিল রংপুরের culinary heritage এর চাহিদা কতটা! এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি রংপুরের গ্রামীণ অর্থনীতি, শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় শিল্পীদের আর্থিক সহায়তা, পর্যটন বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি—এই মেলা সবদিক থেকেই সফল। সন্ধ্যার আলোয় মেলা প্রাঙ্গণ যখন জ্বলজ্বল করছিল, শেষ মুহূর্তে দর্শকদের মধ্যে এক ধরনের আবেগঘন অনুভূতি কাজ করছিল।
এই মেলায় শেষ দিনে লটারি খেলার জন্য এবং হাউজি খেলার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছিল। শেষের দিনে তো লটারি শেষ হয়েছিল আমি সেখানে গিয়ে একটা লটারি ও কাটতে পারি নি।আর ঐ দিন এতো মানুষ লটারি কাঁটার একটা কারণ ও আছে ঐ দিন পুরস্কার হিসেবে ছিল আঠারোটি মটরসাইকেল প্রায় ৩০ টির মতো বাই-সাইকেল এবং ছোট ছোট তো অনেক পুরস্কার আছেই।আর ঐ দিন হাউজি খেলায় ও সব থেকে বড় হাউজ ছিল। আমরা সবাই মিলে সেখানে বেশ ভালোই আনন্দ উপভোগ করেছিলাম বেশ ভালোই লেগেছিল।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
$PUSS promotion is missing.