গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুস্থ আছি। নীলফামারীতে এসেছি বেশ কিছুদিন হয়েছে। তবে আমার মাতৃভূমি এবং এই নীলফামারীতেই আমার বেড়ে ওঠা। এই নীলফামারীর আমাকে আনাচে কানাচে রয়েছে অতীতের অনেক পুরনো স্মৃতি এবং অনেক ধরনের আবেগ অনুভূতি। সেজন্যই বারবার নীফামারীতে ফিরে আসা।
জীবনের এক পর্যায়ে গিয়ে অনেক কিছুই আমরা অনুভব করতে পারি আবার অনেক কিছুই আমরা মিস করে ফেলি। ঠিক তেমনিভাবে বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে সবাই কেন জানি রোবোটিক হয়ে গেছে এবং প্রতিটা মানুষ এই এতটা ব্যস্ত হয়ে পড়েছে তার জন্য নিজের ভালোলাগা মন্দলাগা কিংবা আবেগের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ের মধ্যে খুব একটা সময় দিতে চাই না। সবাই শুধুমাত্র একটু ভালো লাইভ জীবনযাপন করার জন্য এতটা পরিশ্রম করে কিন্তু এটা আমরা কখনোই বুঝতে পারি না আমি আমাদের সময়ে প্রতিনিয়ত শেষ হয়ে আসছে। আর যখন আমাদের কাছে সবকিছুই থাকবে তখন হয়তো আমাদের কাছে সময় টুকু থাকবে না। তখন হয়তো এই পৃথিবী থেকেই আমরা চলে যাব।
ঢাকায় থেকেছি প্রায় ১১ বছর হতে চলেছে। এই ১০-১১ বছরে অনেক কিছু শিখেছি, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে কিন্তু একটি বিষয় কি, নিজের মাতৃভূমিতে যে পরিমাণ শান্তি রয়েছে সেটা আর অন্য কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কারণ এই মাত্রভূমিতেই আপনার সমস্ত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা। সবমিলিয়ে যখন আপনি একটা নতুন জায়গায় প্রতিস্থাপন করেন সে ক্ষেত্রে অনেক ধরনের নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এবং ঢাকা শহর বর্তমানে এতটাই ব্যস্ত শহরের রূপান্তরিত হয়েছে যেখানে আসলে মানবিকতা বলতে কোন কিছুই নেই। শুধুমাত্র রয়েছে মানুষকে ঠকানোর প্রতিযোগিতা। কে কাকে ঠকাতে পারবে কিভাবে মানুষকে কে মানুষের ক্ষতি করা যাবে এই বিষয়টা খুব বেশি দেখতে পাওয়া যায়।
আমিও মাঝেমধ্যে চিন্তাভাবনা করি ঢাকা শহর থেকে এই মাতৃভূমিতেই চলে আসব। আমার জীবনে খুব বেশি একটা টাকা পয়সার প্রয়োজন নেই। যদি আমার পরিবার একটু সন্তুষ্ট থাকতে পারে তাহলে অল্পতেই আমরা এই নীলফামারী শহরেই ভালো কিছু করতে পারবো এবং পরিবার পরিজন সকলে একত্রিত হয়ে জীবনের বাকিটা অংশ আমরা কাটিয়ে ফেলতে পারব। তাইতো নীলফামারীতে ছুটে আসা এবং এখানে কোন কিছু করার প্রত্যাশা সবসময় ব্যক্ত করে আসছি। বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়েছে মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। এই তো নীলফামারির খুব পাশেই রয়েছে কয়েকটি বড় বড় নদী এবং এদিকের গ্রাম অঞ্চল গুলো দেখতে অনেকটা বইয়ের পাতার মতো মনে হয় এবং এখনো এখানে সে ধরনের আধুনিকতার ছোঁয়া লাগেনি বিশেষ করে গ্রাম অঞ্চলে।
মাঝেমধ্যেই বন্ধুদের নিয়ে সেসব গ্রামে ঘুরতে যাওয়া হয় সেখানকারটা যে পরিবেশগুলো রয়েছে সেটা আসলেই অসাধারণ। সেখানকার বাতাসে রয়েছে প্রাকৃতিক অক্সিজেন যেটা আসলেই কোন ধরনের এয়ারকন্ডিশনের মধ্যেও পাওয়া যাবে না। শীতলতা এবং সবুজের সমাহার যেন এক অপূর্ব সৌন্দর্যের রূপ নিয়েছে এবং এই বিষয়গুলো আমরা তখনই অনুধাবন করতে পারি, যখন সেসব জায়গায় গিয়ে আমরা একটু নিরিবিলি সময় কাটাই, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবেই মনে করি এ ধরনের জায়গায় গিয়ে কিছুটা সময় হলেও কাটানো উচিত। এতে করে আপনি নিজে থেকে অনেকটা মোটিভেশন হবে এবং কি করতাছি সম্পর্কেও আমরা অনেক ভালোভাবে ধারনা নিতে পারবো। সৃষ্টিকর্তা কত কিছুই না সৃষ্টি করেছেন এবং কত সুন্দর ভাবে সৃষ্টি করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এই বিষয়গুলো যখন আপনি অনুধাবন করতে পারবেন তখন পৃথিবীর সমস্ত টেনশন কিংবা বিপদ এগুলো ভুলে যাবেন।
আমাদের নীলফামারী শহর খুব বেশি একটা উন্নত নয়। আবার খুব বেশি যে ব্যাকডেটেড ভাবে রয়েছে সেটাও কিন্তু নয়। একেবারেই মাঝামাঝি অবস্থানে রয়েছে। নীলফামারী শহরেই মূলত আমাদের বাসা। এই নীলফামারী শহরের প্রায় সবকিছুই পাওয়া যায় কিন্তু নীলফামারী শহর থেকে খুব বেশি একটা দূরে যেতে হয় না এ ধরনের গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করার জন্য। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে এবং আশা করা যায় আগামী দশ বিশ বছরেও সেই জায়গাগুলো একই রকম থাকবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারাও কি গ্রামে ঘুরতে পছন্দ করেন তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
@alsarzilsiam, this post is a breath of fresh air! Your heartfelt reflection on the pull of your मातृभूमि, Nilphamari, really resonates. The contrast you draw between the robotic pace of Dhaka and the simple peace of your hometown is so powerful. I especially love how you capture the essence of rural Bengal in your words – "গ্রাম অঞ্চল গুলো দেখতে অনেকটা বইয়ের পাতার মতো মনে হয়". And those photos! Absolutely stunning. They perfectly complement your narrative.
It's inspiring to see your desire to create a fulfilling life surrounded by family and nature. This post reminds us to value our roots and the importance of slowing down. Thank you for sharing this personal journey! Have you considered documenting more of these trips to the riverside villages? I think the community would love it!
প্রত্যেক মানুষের নিজ মাতৃভূমি হল এক অন্তরঙ্গ এবং শান্তির জায়গা। যতই মানুষ স্বাচ্ছন্দ এবং বিলাসবহুল জায়গায় থাকুক না কেন সবাই তার নিজের মাতৃভূমিতেই প্রকৃত শান্তি খুঁজে পায়। আমি নীলফামারীতে বেশ কয়েকবার গিয়েছিলাম চমৎকার একটি জায়গা। খুবই ভালো লাগলো আপনার মাতৃভূমি সম্পর্কে জানতে পেরে।
ধন্যবাদ আপনাকে।