"সবুজ প্রকৃতিতে সবুজ জল"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৫ শে জুলাই, শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- "সবুজ প্রকৃতিতে সবুজ জল" পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
নাফাখুম থেকে রেমাক্রির পথে ফেরার সময় আমরা সবাই যেন প্রকৃতির আরেকটা রূপের সাক্ষী হলাম। আসার সময় যে পথটা কষ্টসাধ্য মনে হয়েছিল, ফেরার সময় সেটা একেবারে মনমুগ্ধকর লাগছিল। চারপাশে তখন শুধুই সবুজ আর সবুজ। গাছপালা, পাহাড় আর নদীর জল মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল।
পাহাড়ি নদীর জল এতটা স্বচ্ছ আর সবুজ রঙের ছিল যে চোখ সরাতে মন চায়নি। হালকা রোদ পড়ে সেই জলে একধরনের ঝিলমিল ভাব তৈরি করেছিল। নদীর ধারে হাঁটতে হাঁটতে আমরা বারবার থেমে তাকিয়ে দেখছিলাম চারপাশটা। যেন প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চাইছিলাম মনের ভিতরে।
আমার সবচেয়ে ভালো লাগছিল যখন আমি একা একা গান গাইছিলাম হাঁটতে হাঁটতে। প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে লালন ফকিরের গান গাইতে গাইতে মনে হচ্ছিল, এই গানগুলোর আসল ঠিকানা বুঝি এখানেই। “খাঁচার ভিতর অচিন পাখি” এমন গান এই পাহাড়, নদী আর বাতাসের মাঝেই যেন জীবন্ত হয়ে উঠছিল।
আমার গানের সুরে ধীরে ধীরে অন্যরাও গলা মিলিয়েছিল। সবার মনেই একটা প্রশান্তি ছিল। কেউ নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, কেউ আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছিল। কিন্তু সবার মধ্যে যেন একটা মিল ছিল প্রকৃতির সেই মায়াবী রূপে ডুবে যাওয়া।
আমরা মাঝেমধ্যে থেমে বসেও ছিলাম নদীর পাশে। পা ভিজিয়েছি ঠান্ডা পানিতে, হাত দিয়ে ছুঁয়েছি গাছের পাতা। তখন মনে হচ্ছিল, জীবন আসলে এরকমই হওয়া উচিত – ধীরে চলা, প্রকৃতির সাথে একাত্ম হওয়া, আর অন্তর থেকে ভালোবাসা অনুভব করা।
নাফাখুম থেকে রেমাক্রি ফেরার এই পথটুকু ছিল আমাদের ভ্রমণের এক অপূর্ব অধ্যায়। সবুজ জল, পাহাড়ি বাতাস আর হৃদয়ে বাজতে থাকা লালনের গান সব মিলিয়ে এক স্বপ্নের মত দিন ছিল সেটা।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1949114282605711469?t=aMc3snM7C5h6kG9qLuBuRQ&s=19
https://x.com/aongkonbd/status/1949114697787249055?t=jJRUiOXpzl1gP6JQ_1rwnA&s=19
@aongkon, this post is absolutely breathtaking! Your journey through Bandarban, captured in both stunning photographs and vivid descriptions, truly transports us to the "green nature, green water." The way you weave in your personal experience, singing Lalon Fakir's songs amidst the hills and rivers, adds a unique and deeply touching layer. It's not just a travelogue; it's an immersion into the soul of Bangladesh. The detail about your photography setup is a nice touch, too!
The community clearly loves your passion for "Amar Bangla Blog" and your dedication to sharing such high-quality content. Keep up the fantastic work! I'm excited to see more of your adventures and creative expressions. What other hidden gems in Bangladesh do you plan to explore and share with us next? Let's hear your thoughts in the comments!
হাঁটতে হাঁটতে আবার গান গাচ্ছিলাম বাহ বেশ ভালো ব্যাপার তো। এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যান জায়গাগুলো ছবিটা দেখতেই তো এত ভালো লাগে না জানি কাজ থেকে দেখতে কত সুন্দর। নাফাখুম জায়গাটা আসলেই সবুজে ঘেরা। এখানে আবার সবুজ জল দেখছি।এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিড়ে নিশ্চয়ই চমৎকার পাঠিয়েছেন সবাই মিলে। ভালো লাগলো চমৎকার একটি পোস্ট পড়ে।
একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের এই সুন্দর পোস্ট দেখে বেশ ভালোই লাগছে৷ যেভাবে আপনি এখানে এই পোষ্টের মধ্যে দিয়ে এই সবুজ প্রকৃতির এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগছে। এই পানির রং সবুজ তা দেখে বোঝা যাচ্ছে৷