নাফাখুম থেকে রেমাক্রি পৌঁছালাম।

in আমার বাংলা ব্লগ11 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৮ শে জুলাই, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000216120.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণে- নাফাখুম থেকে রেমাক্রি পৌঁছালাম।

20240121_120835.jpg

নাফাখুমের সৌন্দর্য উপভোগ করার পরে আমাদের ফেরার পালা শুরু হলো। আমরা সবাই তখন একটু ক্লান্ত হলেও মনের মধ্যে ছিল একধরনের শান্তি। কারণ আমরা যেই জায়গাটার জন্য এতটা পথ হেঁটেছিলাম, সেটার সৌন্দর্য আমাদের মন ভরে দিয়েছিল। এবার সেই পথ ধরে আবার রেমাক্রির দিকে হাঁটা শুরু করলাম।

20240121_120831.jpg

ফেরার পথটা একদম একা একা মনে হয়নি। কারণ একে তো আমরা সবাই মিলে হাঁটছিলাম, আর অন্যদিকে ছিল সেই চেনা পাহাড়ি পথ, নদী আর ঝিরিপথ। এবার হাঁটতে হাঁটতে চারপাশটা যেন আরও পরিষ্কার চোখে ধরা দিচ্ছিল। মনে হচ্ছিল, যে জায়গাগুলো আসার সময় খেয়াল করিনি, সেগুলোও এবার দেখতে পাচ্ছি।

20240121_114902.jpg

চলার মাঝেই এক জায়গায় আবার সেই দোকানটা পড়লো, যেখানে আমরা আসার সময় চা খেয়েছিলাম। এবারও আমরা একটু বিশ্রাম নিলাম, কেউ পানি খেল, কেউ চুপচাপ বসে থাকলো। পাহাড়ি বাতাস আর গাছের ছায়ায় সেখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। এরপর আবার হাঁটা শুরু করলাম রেমাক্রির উদ্দেশ্যে।

20240121_113122.jpg

ফেরার পথে পাহাড়ি নদীর স্বচ্ছ সবুজ জল চোখে পড়ছিল আরও বেশি করে। এবার মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিলেমিশে গেছি। কেউ কেউ হাঁটতে হাঁটতে গান গাইছিল, কেউ ভিডিও করছিল, আবার কেউ শুধু প্রকৃতি উপভোগ করছিল মন ভরে।

20240121_113913.jpg

রেমাক্রির কাছাকাছি আসতেই মনটা কেমন যেন ভার হয়ে গেল। মনে হচ্ছিল, এই সুন্দর যাত্রা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন! পাহাড়, ঝরনা, সবুজ গাছপালা—সবকিছু পেছনে ফেলে যেতে মন চাচ্ছিল না। কিন্তু আবারও জানি, জীবনের মতো ভ্রমণও চলতে থাকে, থেমে থাকে না।

20240121_114116.jpg

শেষ পর্যন্ত আমরা রেমাক্রি পৌঁছে গেলাম। শরীর ক্লান্ত ছিল ঠিকই, কিন্তু মন ভীষণ আনন্দিত। আমরা সবাই জানি, এই ভ্রমণ আমাদের স্মৃতিতে অনেকদিন বেঁচে থাকবে। পাহাড়ি পথের প্রতিটি ধাপ, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্ত এখন থেকে আমাদের মনের একটি বিশেষ কোণে থেকে যাবে অনেকদিন।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

@aongkon, চমৎকার! আপনার বান্দরবান ভ্রমণের গল্পটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম! ছবিগুলো অসাধারণ, বিশেষ করে নাফাখুমের দৃশ্যগুলো দেখে মন জুড়িয়ে গেল। আপনার লেখার মধ্যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আপনার এই ধরনের সৃজনশীল পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার ভ্রমণ কাহিনীর পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আপনার ব্লগটি আরও সমৃদ্ধ হোক, এই শুভকামনা রইল। চালিয়ে যান! 😊

 10 days ago 

বান্দরবনে গিয়ে নির্জন পাহাড়ের বুকে দারুন সময় কাটিয়েছিলাম। যেটা কখনোই ভুলবো না এই পোস্ট দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। সত্যিই জীবনে এরকম মুহূর্ত আর ফিরে পাব কিনা ভাববার বিষয়। যাইহোক, অনেক সুন্দর মুহূর্ত ছিল।

 9 days ago 

আপনার কাছ থেকে সবসময় এরকম অসাধারণ কিছু পোস্ট দেখে আসছি৷ আজকে এর আরো একটি পোস্ট দেখে খুব ভালোই লাগছে৷ এই জায়গায় আপনি পৌঁছেছেন এবং এখানে আপনারা খুব সময় সুন্দর সময় অতিবাহিত করেছেন শুনে বেশ ভালই লাগলো। এখানে সবকিছু আপনি খুব ভালোভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷