ট্রাভেল: কক্সবাজার সমুদ্র সৈকত- ১১ ম পর্ব।

in আমার বাংলা ব্লগ19 days ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ শে সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000226625.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।



20240123_120017-01.jpeg

কক্সবাজার ভ্রমণের অন্যতম আনন্দ ছিল লাবণী বিচের রাতের দোকানগুলোতে ঘুরে বেড়ানো। আমরা সবাই মিলে অনেকটা সময় ধরে দোকান থেকে দোকানে ঘোরাঘুরি করেছিলাম। চারপাশে দোকানিদের ডাক, উজ্জ্বল আলো আর মানুষের কোলাহল যেন এক ভিন্ন আবহ তৈরি করেছিল।

20240122_235620.jpg

রাতে একসাথে সবাই মিলে ঘুরে বেড়ানোর আনন্দ সত্যিই আলাদা। ভ্রমণে এভাবে অনেক রাতে বন্ধু বা আপনজনদের সঙ্গে বাজারে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা আগেও কক্সবাজারে কয়েকবার এসেছি, তাই অনেক কিছু আমাদের কাছে বেশ পরিচিত ছিল। তবুও প্রতিবারই নতুন রকম অনুভূতি এনে দেয় এই রাতের বাজার।

20240122_234335.jpg

লাবণী বিচের দোকানগুলোতে সামুদ্রিক শামুক, প্রবাল আর ঝিনুক দিয়ে তৈরি অসাধারণ সব জিনিস পাওয়া যায়। দোকানগুলোতে ঢুকলেই চোখে পড়ে শো-পিস, হাতের বালা, গলার হারসহ আরও নানা রকম সাজসজ্জার সামগ্রী। প্রতিটি জিনিসই সমুদ্রের ছোঁয়া নিয়ে তৈরি, যা দেখলেই মন ভরে যায়।

20240122_233219.jpg

বিশেষ করে ঘর সাজানোর জন্য যেসব জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোট ছোট সামুদ্রিক শো-পিসগুলো দেখে মনে হয় যেন সমুদ্রের একটি অংশ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো শুধু স্মৃতি নয়, বরং কক্সবাজার ভ্রমণের সৌন্দর্য ধরে রাখার অন্যতম মাধ্যম।

20240122_231711.jpg

সব মিলিয়ে লাবণী বিচের দোকানগুলোতে কাটানো সেই রাত ছিল সত্যিই সুন্দর। সমুদ্র সৈকতের ঢেউয়ের শব্দের সাথে বাজারের কোলাহল মিলে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করেছিল।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

@aongkon, this post is fantastic! It's wonderful to see your enthusiasm for the "Amar Bangla Blog" community shining through. Your cover photo is beautifully crafted, and the glimpses of your trip to Cox's Bazar look incredible! The vibrant colors and the obvious joy in your photos are truly infectious. It's inspiring to see your commitment to sharing quality content and contributing to the community's growth. I especially appreciate the details you provided about your photography setup. I can't wait to read more about your adventures in Cox's Bazar in your next post. Keep up the excellent work! What camera settings did you use to capture the perfect lighting in your shots?

 17 days ago 

একে একে কক্সবাজার ভ্রমণের ১১ টি পর্ব শেয়ার করে ফেললেন। প্রত্যেকটা পর্বের মধ্যেই দৃশ্য গুলো আমাকে বরাবরই মুগ্ধ করেছে। আজকের পর্বের ফটোগ্রাফি গুলি আর বর্ণনাগুলো এক কথায় অসাধারণ হয়েছে। আশা করি আগামী পর্বগুলোতে আরো নতুন ধরনের চমক দেখতে পারবো।