অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতি।

in আমার বাংলা ব্লগ2 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৭ ই আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000217781.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করবো।

20240121_135151.jpg

রেমাক্রি থেকে আমাদের ফেরার যাত্রা শুরু হলো সাঙ্গু নদী দিয়ে। পাহাড়ি ঝর্ণা আর গিরিপথ পেরিয়ে এবার আমরা ফিরছি নদীপথে নৌকায় করে। সকালের মিষ্টি আলো তখন চারদিকে ছড়িয়ে পড়েছে। সাঙ্গু নদীর শান্ত জলরাশি যেন আমাদের মনকেও শান্ত করে দিচ্ছিল। নদীর বুক চিরে আমরা এগিয়ে চলছিলাম থানচির দিকে।

20240121_135138.jpg

নৌকাতে বসে যতই সামনে যাচ্ছিলাম, চারপাশের প্রাকৃতিক দৃশ্য ততই আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। দুই পাশে আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, মাঝে মাঝে দেখা যাচ্ছিল ছোট ছোট ঝর্ণা পড়ছে। নদীর ধারে পাহাড়ের পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ি ঘরবাড়ি গুলো যেন ছবির মতো সুন্দর। মনে হচ্ছিল, যেন আমরা কোনো গল্পের বইয়ের পাতায় ঢুকে পড়েছি।

20240121_135045.jpg

এই দৃশ্যগুলো এতটাই মায়াবী ছিল যে ভাষায় প্রকাশ করাটা খুব কঠিন। নৌকা চলছিল ধীরে ধীরে, আর আমরা যেন সময়ের বাইরে গিয়ে শুধু প্রকৃতির গানে মগ্ন ছিলাম। হালকা বাতাস আর নদীর ঢেউয়ের শব্দ এক অপূর্ব সুর তৈরি করছিল। এই প্রকৃতি আপন করে নিচ্ছিল আমাদের প্রতিটি মুহূর্ত।

20240121_135015.jpg

একটা সময় আমাদের মনে হচ্ছিল আমরা কল্পনার কোনো রাজ্যে আছি। এই জায়গাগুলো এতটাই নিসর্গময়, এতটাই নিঃশব্দ আর শান্তিপূর্ণ যে, মন ছুঁয়ে যায়। এখানে আসার আগে আমরা যতই ভিডিও বা ছবি দেখে থাকি না কেন, বাস্তবে এসে অনুভব করার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।

20240121_135026.jpg

যারা এখনো এই পথ ধরে রেমাক্রি কিংবা নাফাখুম যায়নি, তারা কখনোই বুঝতে পারবে না এই জায়গার সৌন্দর্য কতটা গভীর। এসব জায়গা কেবল চোখ নয়, মনও ভরিয়ে দেয়। যারা একবার এসেছেন, তারা জানেন এই সৌন্দর্য একবার দেখলেই মন বলে ওঠে, “আরও একবার যেতে চাই।”

20240121_135039.jpg

ফেরার পথে আমাদের মনের মধ্যে শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল প্রকৃতি যদি কোথাও নিজের আসল রূপ দেখিয়ে থাকে, তবে তা নিশ্চয়ই এখানেই। আমরা সবাই মিলে নৌকাতে করে অনেক চমৎকার সময় অতিবাহিত করেছিলাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 

@aongkon, this post is absolutely stunning! Your trip to Bandarban looks like an incredible experience, and your photos truly capture the breathtaking beauty of the region. The way you describe the Sangu River journey, with the mountains and waterfalls, makes me want to pack my bags and visit immediately!

It's wonderful to see your dedication to sharing such high-quality content on "আমার বাংলা ব্লগ". Your passion for your community and your homeland shines through in every word. The cover photo is also very nice. Keep up the fantastic work! I'm excited to see more of your adventures and creative posts. Thank you for sharing this beautiful slice of Bangladesh with us. What camera settings did you use to capture such vibrant colours?

 yesterday 

বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আমিও বিভিন্ন জায়গায় ভ্রমন করতে অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার প্রাকৃতিক এমন সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি গুলি দেখে মনে হচ্ছে এমন সুন্দর জায়গায় যদি ভ্রমণ করতে পারতাম ভীষণ ভালো লাগতো। প্রকৃতির এমন সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। ধন্যবাদ এত সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য।