কক্সবাজার সমুদ্র সৈকতে কফির আড্ডা।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
আমরা সবাই মিলে সন্ধ্যার এই মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর উপভোগ করেছিলাম। বিকেলের শান্ত বাতাস, সমুদ্রের ঢেউ আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে সেই সময়টিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। কেনাকাটা শেষ করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে একসাথে বসে কফির আড্ডা দেব। তাই সমুদ্রর পারের একটি কফি শপে আমরা সবাই মিলে পৌঁছাই।
শামসুন্নাহার আপু প্রথমে আমাদের হালকা স্ন্যাকস আইটেম খাওয়ান। তার আন্তরিকতা আর হাসিমুখ সবাইকে আনন্দে ভরিয়ে দেয়। এরপর সুমন ভাই আমাদের সবার জন্য কফি অর্ডার করে। সবাই মিলে বসে গল্প করতে করতে কফি খেতে খেতে সময়টা যেন আরও মধুর হয়ে উঠল। প্রতিটি মুহূর্তই আনন্দ ও মজার সঙ্গে ভরে উঠেছিল।
সবচেয়ে বেশি ভালো লেগেছিল শামসুন্নাহার আপুর ছোট দুই মেয়ে আদিলা ও রাইদার সঙ্গে সময় কাটানো। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাদের সবার সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছিল। তাদের হাসি, খেলা আর শয়নভঙ্গি সবাইকে আনন্দে ভরিয়ে দিত। মনে হচ্ছিল, তারা যেন আমাদের ভ্রমণের অংশ হয়ে গিয়েছে।
কফি খাওয়া শেষ করার পরে আমরা সমুদ্রের তীরে বসে আরও কিছু সময় কাটাই। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশ আমাদের মনকে প্রশান্তি দিচ্ছিল। আমরা সবাই মিলে গানের সঙ্গে মুহূর্তগুলো আরও আনন্দময় করেছি।
শেষে শামসুন্নাহার আপু আমাদের বিদায় নিয়ে বাসায় চলে গেলেন। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময় স্মৃতিতে থাকবে। এরপর আমরা সমুদ্র তীরে বসে আরও কিছু সময় অতিবাহিত করি।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1967914040648462636?t=Ko3fqmD3MWVoUs2N2HrjfQ&s=19
https://x.com/aongkonbd/status/1967914452042559955?t=7C8la2GROFX1ov7XeMpRfg&s=19
Absolutely delightful post, @aongkon! Your vibrant photos and engaging storytelling truly brought your trip to Cox's Bazar to life. It's wonderful to see your passion for travel and the strong sense of community you share with your friends in "আমার বাংলা ব্লগ." The way you captured the joy of simple moments, like sharing coffee and enjoying the sunset, is infectious.
The inclusion of the camera details adds a nice touch for photography enthusiasts. I especially loved the photos with Adila and Raida; their playful energy shines through! Keep sharing your adventures and spreading positivity within the community. I'm already looking forward to the next installment of your Cox's Bazar story. What other destinations are on your travel bucket list?
কক্সবাজার সমুদ্র সৈকতে এরকম অসাধারণ একটি কফির আড্ডা উপভোগ করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে আজকের এই চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে শামসুন্নাহার আপুর সাথে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এই মুহূর্ত দেখে আমাদের উপভোগ করা মুহূর্তের কথা মনে পড়ে গেল৷