সাঙ্গু নদী হেঁটে হেঁটে পাড়ি দেয়ার সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast month (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০ শে জুন, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000212191.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের সাঙ্গু নদী হেঁটে হেঁটে পাড়ি দেওয়া সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

20240121_071903.jpg

আমরা সকালে ঘুম থেকে উঠেই সাঙ্গু নদী হেঁটে হেঁটে পাড়ি দিয়ে এপারে আসলাম। তারপর সেখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে রেমাক্রি ওয়াটার ফলসের সামনে পৌঁছালাম। খুব সকালে সবাই মিলে হাঁটতে বেশ ভালই লাগছিল।

20240121_072136.jpg

আমাদের সবার মনেই ছিল অন্যরকম একটা অনুভূতি। নতুন সকাল নতুন প্রকৃতি নতুন সংস্কৃতি সবকিছুই দেখতে ভীষণ ভালো লাগছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়িদের জীবন যাপন।

20240121_072131.jpg

সকালে রেমাক্রি ওয়াটার ফলছে এসে দেখতে পেলাম একজন লোক পানির পাইপলাইন থেকে পানি নিচ্ছে। এই পানি ঝিরি থেকে পাইপ লাইনের মাধ্যমে পাহাড়ি এলাকায় সাপ্লাই দেওয়া হয়। একদম স্বচ্ছ আর সুন্দর পানি আমরা রাতে এই পানি দিয়েই ডিনার করেছিলাম।

20240121_071525.jpg

রেমাক্রি ওয়াটার ফলস এর সাথেই রয়েছে পাহাড়িদের বাড়িঘর আর ছোট ছোট দোকানপাট। এসব দোকানগুলো থেকেই মূলত এখানকার পাহাড়িরা আয় রোজগার করে জীবন ধারণ করে। এক কথায় আমাদের মতো টুরিস্টদের উপর তারা অনেকটাই নির্ভরশীল।

20240121_071335.jpg

যত বেশি টুরিস্ট এখানে আসবে ততই তাদের জন্য বেশি ভালো হবে। আর এখানে এসে তাদের সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব। যাইহোক আমাদের যে গার্ড থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নিয়ে এসেছিল সেই গার্ড আমাদের সাথে এখন নাফাখুমে যাবেনা।

20240121_072719.jpg

তিনি আমাদেরকে একটি নতুন গার্ড ঠিক করে দিল। আমরা এখন সেই গার্ডের দেখানো পথ এবং নির্দেশনা অনুযায়ী নাফাখুমের উদ্দেশ্যে রওনা দেব। রেমাক্রি ওয়াটার ফলস এর সামনে থেকে রওনা দিতে হলে প্রথমে আমাদের পাড়ি দিতে হবে ছোট সাঙ্গু নদী।

যদিও নদীর এই জায়গাতে হাঁটু জল রয়েছে তারপরও প্রচন্ড খরস্রোতা। আমরা সবাই বেশ সাবধানতার সাথে হেঁটে হেঁটে সাঙ্গু নদী পার হলাম। সাঙ্গু নদী পার হওয়ার মুহূর্ত সত্যি অনেক চমৎকার ছিল।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon! What a fantastic glimpse into your trip to Bandarban and the Sangu River! The photos are absolutely stunning, capturing the natural beauty of Bangladesh perfectly. I especially loved the shots of you walking across the river – what an adventure!

It's clear how much you love exploring and sharing your experiences with the "Amar Bangla Blog" community. Your dedication to creating engaging content shines through, and your enthusiasm for your মাতৃভাষা is infectious.

Even though the post is a work in progress, it's already captivating. I'm eagerly anticipating the complete story of your Bandarban adventure! Keep up the excellent work, and thank you for bringing a piece of Bangladesh's beauty to our feeds! Everyone, be sure to check back for the full post and show @aongkon some love!