সকালে বাইকে করে গ্রাম থেকে ঢাকায় আসার অনুভূতি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৫ শে জুন, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নতুন বাইক কেনার পরে তৃতীয়বারের মতো বাইক নিয়ে ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম। এর আগে আমি আর আমার বন্ধুরা রাহুল বাইকটি অনেকবার বাড়িতে যাওয়া আসা করেছি তবে একা বাইক ড্রাইভ করে এটাই আমার প্রথম যাওয়া ছিল। আসলে বাইকে করে কোথাও যাইতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যারা বাইক লাভার আছে সবাই বাইকে করে ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে। ঈদের ছুটিতে গ্রামে গিয়ে কয়েকদিন বেশ ভালোই সুন্দর সময় অতিবাহিত করেছি। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আমাকে ভীষণ আকৃষ্ট করে। আজকে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ ছেড়ে ঢাকা যান্ত্রিক শহরে আসার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।
কয়েকদিন আগে ঠিক করে রেখেছিলাম বুধবারে খুব সকালে বাইক নিয়ে ঢাকার দিকে রওনা দেব। আজকে ঢাকাতে আসার একটা কারণ ছিল সেটা হল আগামীকাল
ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা রয়েছে। যাইহোক গতকালকে রাতে আমার সকল ব্যাগ পত্র গুছিয়ে রেখেছিলাম।
আর ঘুমানোর আগে আজকে সকাল পাঁচটায় মোবাইলে এলার্ম দিয়ে রেখেছিলাম। আজকে সকাল পাঁচটা বাজতেই মোবাইলে এলার্ম বেজে উঠল তারপর ঘুম ভেঙে গেল। খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইক বের করে ব্যাগ পত্র গুলো বাইকের সাথে ভালোভাবে বেঁধে নিলাম। তারপর সকাল পাঁচটা চল্লিশ মিনিটে বাড়ি থেকে বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলাম।
গ্রামীণ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। আসলে ঢাকা শহরে বাইক চালাতে আমার মোটেই ভালো লাগেনা। একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত জ্যাম যেটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। কিন্তু গ্রামীণ রাস্তাতে বাইক চালাতে ভীষণ ভালো লাগে আমার কাছে।
যেহেতু খুব সকালে বের হয়েছিলাম বাইকে আসতে ভীষণ ভালো লাগছিল। সকালের হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। প্রায় দুই ঘণ্টা বাইক ড্রাইভ করার পরে গোয়ালন্দ ফেরিঘাটে এসে পৌঁছায়। তারপর সেখান থেকে ১৪০ টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে উঠি।
ফেরিতে ওঠার পরে সেখানে মোটামুটি আধা ঘন্টার মত লেট করতে হয়েছিল। কারণ খুব সকালে ফেরি ভরতে একটু সময় লাগে। তারপর দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়ার পরে আধা ঘন্টা ভিতরে পাটুরিয়া ঘাটে পৌঁছে যায়। ফেরিতে নদীর ভিতরে কাটানো সময়টা অনেক বেশি সুন্দর ছিল। কারণ সকালের নদীর প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো থাকে।
পাটুরিয়া ঘাট থেকে টানা ২ ঘন্টা বাইক ড্রাইভ করার পরে মোহাম্মদপুরের বাসায় এসে পৌঁছায়। আজকে আসার সময় রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল না বললেই চলে। গ্রাম থেকে বাইকে করে ঢাকায় ফেরার মুহূর্ত খুবই সুন্দর ছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৫ শে জুন ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1938678595955917212?t=6xt0JT0VsV_p5zfleSJ9uw&s=19
https://x.com/aongkonbd/status/1938679548163530995?t=_Mgz38M4GgHyKSDj0eaiyg&s=19
https://x.com/aongkonbd/status/1938679938883936271?t=U7-go58ZN0ZjBD5E6UwP2A&s=19
https://x.com/aongkonbd/status/1938680301309616410?t=3c4Clt4aLkz5vWjc3S-P-w&s=19
https://x.com/aongkonbd/status/1938680760363573666?t=xgnUtasaolOU6fEVyDOY-A&s=19
বাইকে করে গ্রাম থেকে ঢাকায় গিয়েছেন, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে আমার ও ইচ্ছে আছে বাইকে করে ঢাকায় যাওয়ার। আপনার জার্নি টা অসাধারন ছিল ভাইয়া। যদি ও লম্বা পথ, তবুও আপনি বেশ দারুন ভাবে উপভোগ করেছেন।