ট্রাভেল: কক্সবাজার ভ্রমণ- ৯ ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৮ ই সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
আমরা সবাই মিলে শামসুন্নাহার আপুর সাথে গানের আড্ডা শেষ করার পরে সমুদ্র তীরে বসে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। চারপাশে নীরব পরিবেশ, কেবল সমুদ্রের ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস—সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। একসাথে বসে আমরা সবাই ভ্রমণের আনন্দ আরও গভীরভাবে অনুভব করছিলাম।
দিনের বেলায় সমুদ্র যেমন সুন্দর, রাতের বেলায় তার নীরবতা আরও বেশি মুগ্ধ করে। দিনের কোলাহল শেষে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন হৃদয়ের ভেতর পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমরা সবাই অনেক রাত পর্যন্ত এই নীরবতা উপভোগ করেছিলাম, আর মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় আমরা বসে আছি।
ঢেউয়ের গর্জন আর হৃদয়ের নীরবতা যেন একসাথে মিলে তৈরি করেছিল এক অসাধারণ অনুভূতি। প্রকৃতির সাথে মিশে থাকা এই মুহূর্তে আমাদের মন ভরে যাচ্ছিল। ভ্রমণের ক্লান্তি, ব্যস্ততা কিংবা অস্থিরতা সবকিছুই সেখানে গিয়ে এক মুহূর্তে হারিয়ে যাচ্ছিল।
অনেক রাত পর্যন্ত সমুদ্রের তীরে বসে থাকার পরে আমরা সিদ্ধান্ত নিলাম লাবনী বিচের মার্কেটে প্রবেশ করার। যদিও আমাদের কারোরই কিছু কেনার ইচ্ছে ছিল না, তবুও মার্কেটের পরিবেশ আর দোকানগুলোর সৌন্দর্য আমাদের আকৃষ্ট করেছিল। ঘুরে ঘুরে দোকানগুলো দেখতে সত্যিই ভালো লাগছিল।
দেখতে দেখতে আমরা যার যার পছন্দ মতো কিছু জিনিস কিনে নিলাম। বিশেষ করে সামুদ্রিক শামুকের তৈরি জিনিসগুলো আমাদের ভীষণ ভালো লেগেছিল।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1970443403717660784?t=pg5bNQRRdPeSwf0EKMivUQ&s=19
https://x.com/aongkonbd/status/1970442006444024291?t=4Y4aOpBpFoizaVZrRUOt2Q&s=19
Great post! Featured in the hot section by @punicwax.
কক্সবাজার ভ্রমণের আজকের আরও একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একই সাথে এখানে এই কক্সবাজার ভ্রমণের নভম পর্ব শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মধ্য দিয়ে আমাদের মাঝে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷