রেমাক্রি থেকে থানচি পৌঁছালাম।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৩ ই আগস্ট, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণে: রেমাক্রি থেকে থানচি পৌঁছালাম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
রেমাক্রি থেকে থানচি ফেরার পথে আমরা চারজন একটি নৌকায় ছিলাম, আর আমাদের আরেকটি নৌকায় পাঁচজন ছিল। দুই নৌকাই পাশাপাশি এগিয়ে যাচ্ছিল সাঙ্গু নদীর বুকে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের যাত্রাকে আরও আনন্দময় করে তুলেছিল। পাহাড়, সবুজ বন আর নদীর ঢেউ সব মিলিয়ে যেন এক অপূর্ব দৃশ্যপট।
এই যাত্রা ছিল আমাদের জন্য ভীষণ উপভোগ্য। বন্ধুদের সাথে গল্প, হাসি আর মজার আলাপের মধ্যেই কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল, টেরই পাচ্ছিলাম না। মাঝে মাঝে আমরা চুপচাপ নদীর দিকে তাকিয়ে থেকেছি, আবার কখনো সবাই মিলে গল্পে মেতে উঠেছি। এই মুহূর্তগুলোই ভ্রমণের আসল আনন্দ।
রেমাক্রি যাওয়ার পথে আমাদের একটু বেশি সময় লেগেছিল। কারণ তখন আমরা স্রোতের বিপরীতে যাচ্ছিলাম। কিন্তু ফেরার পথে স্রোতের দিকে আসায় অনেক কম সময় লেগে গেল। নৌকা যেন স্বাভাবিকভাবেই দ্রুত এগিয়ে যাচ্ছিল। এ কারণে যাত্রা আরও আরামদায়ক মনে হচ্ছিল।
যাত্রাপথে নদীর ধারে ছোট ছোট গ্রাম, পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা বাড়িঘর আর সবুজের সমারোহ আমাদের দৃষ্টি কেড়েছে। মাঝে মাঝে আমরা নৌকা থামিয়ে দৃশ্যগুলো আরও কাছ থেকে উপভোগ করেছি। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মনকে প্রশান্তি দেয়।
থানচিতে পৌঁছানোর পরে আমরা সোজা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুষ্ঠানিকতা শেষ করলাম। এই প্রক্রিয়াটা খুব বেশি সময় নেয়নি, তাই দ্রুতই আমরা আমাদের রেস্ট হাউসে ফিরে যেতে পেরেছিলাম।
সব কাজ শেষ করে আমরা কিছু সময় বিশ্রাম নিলাম। এখন আমাদের থানচি থেকে চকরিয়া উদ্দেশ্যে রওনা দিতে হবে।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1957328749520662852?t=d4CJU7awj4d4UBQNFSmuLg&s=19
https://x.com/aongkonbd/status/1957329337243357674?t=eXEpBMIeiHV4Z_rLMk78-Q&s=19
https://x.com/aongkonbd/status/1957329702575636770?t=jo4fbEjeTCFaqpC5p8oGMg&s=19
Wow @aongkon, what a fantastic post! Your journey from Remakri to Thanchi looks absolutely breathtaking. The photos of the Sangu River and the surrounding landscapes are stunning, and your descriptions really bring the experience to life.
It's wonderful to see your passion for travel and your dedication to sharing your experiences within the "Amar Bangla Blog" community. Your photos are top-notch and really capture the beauty of Bangladesh. Thanks for sharing a slice of your adventure with us! Keep up the fantastic work, and I'm already looking forward to the next part of your journey! Where are you planning to travel next?
থানচি পৌঁছানোর সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো ভাইয়া। ভ্রমণ করতে সত্যি অনেক ভালো লাগে। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে ভাইয়া।
খুবই সুন্দর একটি ভ্রমণের পোস্ট আজকে আবারো আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে রেমাক্রি থেকে থানচি পৌঁছানোর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ পরবর্তীতে আপনি কোথায় যান সেই দৃশ্যটি দেখার অপেক্ষায় রইলাম৷