সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
কক্সবাজার ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন একেকটা স্মৃতি হয়ে আছে। বিকেলের দিকে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে বসার জন্য ছাতার তলে জায়গা নিলাম। ঢেউয়ের গর্জন, সমুদ্রের ঠান্ডা হাওয়া আর চারপাশের মানুষের ভিড় সবকিছু মিলে পরিবেশটা হয়ে উঠেছিল দারুণ প্রাণবন্ত।
ছাতার নিচে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। কারও মুখে হাসি, কারও চোখে বিস্ময় সব মিলিয়ে সময়টা সত্যিই আনন্দময় ছিল। ঢেউয়ের শব্দ কানে বাজছিল এক প্রাকৃতিক সুরের মতো। মনে হচ্ছিল, প্রকৃতি যেন আমাদের জন্য আলাদা আয়োজন করে রেখেছে।
সমুদ্রের সামনে বসে থাকতে থাকতে একসময় মনটা খুবই প্রশান্ত হয়ে উঠেছিল। ঢেউ আসছে, যাচ্ছে, কিন্তু তার সঙ্গে যেন আমার মনও হালকা হয়ে যাচ্ছিল। জীবনের ছোটখাটো দুঃখ-কষ্টগুলোও সেখানে তুচ্ছ মনে হচ্ছিল। মনে হচ্ছিল, আমি যেন এক অনন্ত শান্তির মাঝে বসে আছি।
আমরা অনেকক্ষণ ছাতার নিচে বসে থেকে চারপাশের দৃশ্য উপভোগ করেছি। মাঝে মাঝে ফটোগ্রাফিও করেছি। প্রতিটি ছবি যেন সেই মুহূর্তের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করেছে। আজও ছবিগুলো দেখলে ঠিক সেই পরিবেশ মনে পড়ে যায়।
সেদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ছাতার তলে বসে কাটানো সময় আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। প্রকৃতির মাঝে, সমুদ্রের বিশালতায়, প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সেই সময় চিরকাল আমার মনে রয়ে যাবে।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1964262480890445962?t=h1jYf_syrhY0nvdxJUofJA&s=19
https://x.com/aongkonbd/status/1964263283130532243?t=U85Typv6k_9XzhA1l70y0A&s=19
Wow, @aongkon! What a fantastic post! Your vibrant photos of Cox's Bazar instantly transported me to that beautiful beach. The way you described the sounds, the atmosphere, and the feeling of peace you experienced is truly captivating. It's evident how much joy that trip brought you and your friends.
I especially love how you captured the small details, like sitting under the umbrella and watching the waves. It makes me want to pack my bags and experience the beauty of Bangladesh firsthand. Thank you for sharing your travel memories with us on the "Amar Bangla Blog" community.
I'm eagerly waiting for your next post about your trip to Bandarban! Keep up the excellent work, and thanks for enriching the Steemit community with your creativity and positivity. কিপ ইট আপ! 👍
I really liked your pictures of the beach. It felt like I was sitting there. I really like the sea breeze and waves. I really want to go to Cox's Bazar. Many people come there to visit. I want to sit under an umbrella there. I really liked seeing your pictures. I hope you will take beautiful pictures of the places you travel to and share them with us.
সমুদ্র আমারও বেশ প্রিয়। সমুদ্রের তীরে বসে সমুদ্র এর বিশাল ঢেউ দেখতে বেশ ভালো লাগে। তবে অনেক বছর হয়েছে কক্সবাজার যাওয়া হয়নি। তবে পতেঙ্গা যাওয়া হয়েছে। বিকাল বেলায় সমুদ্রে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে। ফটোগ্রাফিগুলো কিন্তু বেশ ভালো করেছেন।
আমিও সমুদ্রকে অনেক ভালোবাসি এবং সমুদ্রের সেই বাতাস এবং সমুদ্রের গর্জনের যে মুহূর্ত রয়েছে সেটি আমার অনেক বেশি ভালো লাগে ৷ আর আজকে আপনি সেরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একইসাথে এই ফটোগ্রাফি গুলো দেখেও সবকিছু খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷