রেমাক্রি থেকে নাফাখুমের উদ্দেশ্যে - ৪র্থ পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৪ ই জুলাই, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- রেমাক্রি থেকে নাফাখুমের উদ্দেশ্যে - ৪র্থ পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা দোকান থেকে সবাই মিলে চা বিস্কুট খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার আমাদের গন্তব্য অনেকটাই কাছে চলে এসেছে, গাইড জানিয়েছে আর বেশি দূর না। এই কথা শুনে যেন সবার মধ্যে নতুন করে একটা উদ্দীপনা চলে এলো।
অনেকটা পথ হাঁটার পরে যদি শোনা যায় যে, গন্তব্য খুবই কাছে তাহলে মনের ভিতরে ভীষণ আনন্দ লাগে। আর আমরা এমন একটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি এই জায়গায় আসার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। জীবনে এ ধরনের জায়গাগুলোতে না আসলে অনেক কিছু অজানা থেকে যেত।
প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার আনন্দটা অনেক বেশি। চার দেওয়ালের বন্দী জীবন কখনো জ্ঞানের পরিধিকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে না। জ্ঞান অর্জনের জন্য যেমন লেখাপড়ার প্রয়োজন আছে তেমনি ভ্রমণের প্রয়োজন রয়েছে।
পথে কিছু জায়গায় দাঁড়িয়ে সবাই চারপাশ দেখছিলাম। কেউ ছবি তুলছিল, কেউ দূরে তাকিয়ে কোনো আওয়াজ ধরার চেষ্টা করছিল। সবাই চুপচাপ, যেন একসাথে কেউ কিছু অনুভব করছে। পাহাড়ের এইসব জায়গাগুলো এতটাই সৌন্দর্য এখানে সৌন্দর্য উপভোগ করায় সব থেকে বেশি আনন্দের।
কখনো আমরা হেঁটে চলছিলাম পাহাড়ি গিরিখাত কিংবা নদীর পাশ দিয়ে আবার কখনো হেঁটে যাচ্ছিলাম ঘন জঙ্গলের মাঝে দিয়ে। যখন জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছিলাম তখন একটু অন্যরকম লাগছিল। এত গহীন জঙ্গলে হাঁটার অভিজ্ঞতা এটাই প্রথম ছিল।
যাই হোক অনেকটা পথ পেরিয়ে আমরা নাফাখুম ঝর্নার খুবই কাছে চলে এসেছিলাম।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1945088441693204647?t=-xvQYJn1PrO1w5Mzd_2Ppw&s=19
https://x.com/aongkonbd/status/1945088966375453094?t=jWOheQ6Uv8C0OwRCtHsvQA&s=19
https://x.com/aongkonbd/status/1945089332752109899?t=eOek5OCbEZbQ8ofqoYkXVA&s=19
https://x.com/aongkonbd/status/1945089644925726777?t=UMHRMLFKiASJfvli-6EY0w&s=19
https://x.com/aongkonbd/status/1945089811133456592?t=DiKkC2b56Y2wSvQ8QdnyYg&s=19
https://x.com/aongkonbd/status/1945090150297481287?t=3ah2h5BQfMWZRaZ0ayzfPQ&s=19
Wow, @aongkon! What a fantastic glimpse into your trip from Remakri to Nafakhum in Bandarban! The photos are stunning, capturing the natural beauty of Bangladesh so well. I especially love the shot with the clear water reflecting the sky – simply breathtaking!
It's wonderful to see your enthusiasm for exploring and sharing your experiences with the "Amar Bangla Blog" community. Your passion for your homeland truly shines through. I'm eagerly anticipating the full post tomorrow. Keep up the excellent work and creative content. I'm sure your post will inspire more people to join your community and also explore these beautiful places!
@aongkon, এতো শর্ট লিখলে পোস্ট নোমিনেশন যাবে না নেক্সট টাইমে।
দাদা কয়েকদিন ধরে প্রচন্ড জ্বর তাই সবকিছু ঠিকঠাক মতো করতে পারছি না। গতকালকে শুধুমাত্র ছবি দিয়ে পোস্ট করে রেখেছিলাম আজকে এডিট করে দিচ্ছি। ধন্যবাদ দাদা।