ট্রাভেল: কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ- ১৮ তম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৮ অক্টোবর, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
আমাদের তিন বন্ধুর সেই বিকেলটা কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি ছিল। আমরা যে এভাবে তিনজন একসাথে নির্ভেজাল আনন্দে সময় কাটাতে পারবো, তা আগে থেকে কেউই ভাবিনি। সমুদ্র সৈকতের হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর সূর্যের ম্লান আলো সবকিছু মিলে মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগছিল।
আমরা সমুদ্রের পারে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। গল্পের বিষয় ছিল স্কুলজীবনের স্মৃতি, মজার অভিজ্ঞতা আর ভবিষ্যতের নানা পরিকল্পনা। হাসতে হাসতে কখন সন্ধ্যা নেমে এল, টেরই পাইনি। চারপাশে হালকা আলো, ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ আর বন্ধুত্বের উষ্ণতা সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল।
আমার মনে পড়ে না, এর আগে কখনও আমরা তিনজন একসাথে এতটা সুন্দর সময় কাটিয়েছি। যেন জীবনের সব চিন্তা, ব্যস্ততা আর কষ্ট দূরে চলে গিয়েছিল সেই মুহূর্তে। শুধু ছিল সমুদ্র, বন্ধু আর নিখুঁত এক বিকেল।
সন্ধ্যার পর সমুদ্রের ঢেউ আরও জোরে আসছিল, তবুও আমরা উঠতে পারছিলাম না। মন চাইছিল আরও কিছুক্ষণ বসে থাকি, আরও কিছু গল্প হোক।
সত্যি, জীবন তখনই সুন্দর হয় যখন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সুন্দর হয়। কক্সবাজারের সেই সন্ধ্যা আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে দিল, আর আমাদের স্মৃতির পাতায় যোগ হলো এক চিরস্মরণীয় অধ্যায়।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Wow, @aongkon, what a fantastic post! Your vibrant descriptions and stunning photos of your trip to Cox's Bazar with your friends instantly transported me there. It's wonderful how you've captured the simple joys of friendship and the beauty of the Bangladeshi coast. The way you weave in the details of your conversations and the feeling of the ocean breeze really brings the experience to life.
It's clear you have a real passion for sharing your experiences with the "আমার বাংলা ব্লগ" community, and it shines through in your writing. Thank you for sharing this heartwarming glimpse into your life. I'm eagerly waiting for your next post about Cox's Bazar! Keep up the excellent work! What was your favorite part of the trip?
আপনার কাছ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের সবগুলো পর্ব দেখে আসছি৷ আজকে এর ১৮ তম পর্ব দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই পর্বের মধ্যে দিয়ে আপনি যেভাবে সবকিছু খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এই সৌন্দর্যকে আপনি খুবই ভালোভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম ৷