বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ৮ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৪ ই জুন, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদী সৌন্দর্য-৮ম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
বান্দরবান ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের অনেক সুন্দর হচ্ছিল। বিশেষ করে সাঙ্গু নদীতে আমরা খুবই সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য আমাদের সবাইকে মোহিত করেছিল। পাহাড়ের মাঝে দিয়ে সাঙ্গু নদীর দৃশ্যটা এখনো চোখে ভেসে ওঠে মাঝেমধ্যে।
সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য হৃদয় কে মুগ্ধ করেছিল। প্রকৃতিকে কাছ থেকে দেখতে পেরে হৃদয় শান্ত হয়েছিল। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই তবে আমি বান্দরবনে এই সৌন্দর্য উপভোগ করেছিলাম।
বান্দরবানের সাঙ্গু নদীর কিছু কিছু জায়গায় বড় বড় পাহাড়ের পাথরগুলো ভেঙে নদীর ভেতরে পড়েছে। এসব বড় বড় পাথর উপেক্ষা করে নদী বয়ে চলেছে নদীর মত। সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় যে, শুধু নদীর সৌন্দর্য দেখেছিলাম তা না নয়!
আমাদের নৌকার যে মাঝি ছিল সে খুবই দক্ষ। সাঙ্গু নদীতে এসব নৌকাগুলো পরিচালনা করা সত্যিই অসম্ভব ব্যাপার। নৌকা চালানোর স্টাইল দেখলে মনে হবে যে কোন মুভি এরকম দৃশ্য দেখছি।
সাঙ্গু নদী তো অবশ্যই সুন্দর কিন্তু সাঙ্গু নদী যেসব এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে সে, সব এলাকার সৌন্দর্য ভীষণ ভালো লেগেছিল আমাদের কাছে। পাহাড়ের মাঝ দিয়ে কোন নদী প্রবাহিত হলে দেখতে কতটা সুন্দর লাগে একটু ভেবে দেখুন। যারা একবার এই সৌন্দর্য উপভোগ করেছে তারা কখনোই ভুলতে পারবে না।
সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আমরা নদী দিয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে পাহাড়িদের বাড়ি দেখছিলাম যেগুলো ভীষণ সুন্দর।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1930892500899901534?t=urRIW7GK5xu4sd9_xJEx1Q&s=19
https://x.com/aongkonbd/status/1930893327584604447?t=U33Gonhm6TuAvfB2Mg_sjg&s=19
https://x.com/aongkonbd/status/1931002888509112598?t=HZB97jgT23LX_3zYypKGEg&s=19
https://x.com/aongkonbd/status/1931003570515751305?t=QfciTW17tFoDrbEvEa7zug&s=19
https://x.com/aongkonbd/status/1931003803974914539?t=H0vtCggMPA_ZveI4pnxPPQ&s=19
https://x.com/aongkonbd/status/1931004067079483559?t=7NXmZw1BaiB0bvitUqhDQw&s=19
Wow, @aongkon, this post is absolutely captivating! Your "Bandarban Travel: Sangu River Beauty - Part 8" is a stunning showcase of the natural beauty Bangladesh has to offer. The photographs are incredible – the way you've captured the Sangu River winding through the hills is simply breathtaking.
It's wonderful to see your passion for travel and your dedication to sharing these experiences with the "Amar Bangla Blog" community. Your description of the skilled boatman navigating the river truly paints a vivid picture. I love how you highlighted not just the river, but also the surrounding areas and the lifestyle of the people living there. Keep up the fantastic work! I'm eagerly waiting for your next travel story! What other hidden gems in Bangladesh do you plan to explore?
সাঙ্গু নদীর সৌন্দর্য সত্যি খুব দারুণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায়। প্রকৃতির মাঝে দারুন সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।
প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে হৃদয় ভালো হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।