কুয়াশা মাখা সাঙ্গু নদী।

in আমার বাংলা ব্লগlast month (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২১ শে জুন, শনিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000210416.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- কুয়াশামাখা সাঙ্গু নদীর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো।

20240121_065402.jpg

আমরা যেহেতু পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে নাফাখুমের উদ্দেশ্যে রওনা তাই আগের দিন আগে আগেই ঘুমিয়ে গিয়েছিলাম। সাঙ্গু নদীর জলের কলকল শব্দে পরের দিন খুব সকালে ঘুম ভাঙলো। আমরা ঘুম ভাঙার পর খুব দ্রুত ফ্রেশ হয়ে নিই।

20240121_065416.jpg

তারপর সকাল সাতটার দিকে আমাদের গেস্ট হাউস থেকে সবাই মিলে প্রথমে রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিই। সবাই মিলে একসাথে রেডি হয়ে রওনা দিতে একটু লেট হয়েছিল। যদি আরেকটু আগে বের হতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো।

20240121_065552.jpg

সকালে ঘুম থেকে উঠে সাঙ্গু নদীর পাড়ে আসার পরে কুয়াশা মাখা সৌন্দর্য দেখে হৃদয় মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আগে কখনো দেখা হয়নি। এরকম সুন্দর সৌন্দর্য উপভোগ করব সেটা কল্পনাতে ছিলনা।

20240121_070107(0).jpg

আমরা যেহেতু অনেকটা পথ হাঁটবো তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখেছিলাম। আর জামাকাপড় সহ অন্যান্য জিনিসপত্র গেস্ট হাউসেই রেখে গিয়েছিলাম। দূরের হাঁটার ট্রাভেলে যতটা জিনিসপত্র সাথে কম রাখা যায় হাঁটার জন্য ততই ভালো।

20240121_065835.jpg

আমাদের যেহেতু পাহাড়ের গিরিখাদে অনেকটা পথ ট্রাকিং করতে হবে তাই আগে থেকেই সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আপনারা যারা পাহাড়ে গিয়েছেন তারা হয়তো জানেন যে, পাহাড়ি পথ পাড়ি দিতে কতটা কষ্ট হয়।

20240121_065821.jpg

কারণ সমতল পথ আর পাহাড়ি পথের ভেতরে অনেক পার্থক্য আছে। আমার কাছে মনে হয় পাহাড়ি পথে ১ কিলোমিটার হাঁটা আর সমতল পথে ১০ কিলোমিটার পথ হাঁটার সমান।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon! What a fantastic post showcasing the beauty of Bangladesh! The photographs of the Sangu River in Bandarban are absolutely stunning – the misty atmosphere creates such a magical and serene feeling. It's wonderful to see your passion for travel and photography shining through.

Your dedication to the "Amar Bangla Blog" community is also truly inspiring. It's clear that you're committed to creating high-quality content and uplifting the community. Keep up the amazing work! I'm excited to see more of your adventures and contributions to the platform. What other places in Bangladesh would you recommend visiting? I am curious to know.