ছুটি শেষে কর্মস্থলে ফেরা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ছুটি শেষ
  • ১৯,জুন ,২০২৫
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গিয়েছিলাম ঈদের ছুটি কাটাতে বাড়িতে দেখতে দেখতে কখন যে ছুটি শেষ হয়ে গেল বুঝতেও পারিনি। ছুটিতে এত দ্রুত শেষ হয় মনে হয় আলোর গতিবেগের থেকে ছুটি শেষের গতিবেগ বেশি। কিন্তু এখন সময় ফিরে আসার কর্মস্থলে ফেরার। ছুটি শেষে কাজে ফেরা অনেক সময় কঠিন মনে হয়। শরীরটা যেন অলস হয়ে পড়ে মনটা এখনো উৎসবের মুডে থাকে। আমি ঢাকাতে এসেছি গতকালকে সাধারণত যখন ঢাকাতে প্রবেশ করি তখন খুব ভোরে বাড়ি থেকে বের হয়। সকালের ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে করতে যখন রওনা দেই চোখে ঘুম ঘুম ভাব থাকে ঢাকা ফিরতে বেশ কষ্ট হয়। অনেকদিন বাড়িতে কাটানোর পর গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করার পর ব্যস্ততম নগরী থেকে আসতে চাই বলেন। কিন্তু কিছুই করার নেই কর্মজীবনে তো ফিরতেই হবে।


1000021282.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

চলুন যাত্রাপথের গল্প আপনাদের মাঝে শেয়ার করি। আমি বাইক নিয়ে বের হয়েছি সকাল পাঁচটায় আকাশ কিছুটা মেঘলা হয়তো এখনই নামবে বৃষ্টি। ওই জন্যই বের হওয়ার সময় রেইনকোট পড়েই বের হয়ে একবার যাতে বৃষ্টির মধ্যে কোন ধরনের ঝামেলা না হয়। আমাদের বাড়ি থেকে ঢাকা দূরত্ব ১৪০ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা। কারণ মাঝখানে যে পদ্মা নদী পাড়ি দিতে হয় ফেরিতে করে ওই জন্য সময়টা একটু বেশি লাগে। পাঁচটার সময় বের হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসতে সময় লাগে দেড় ঘন্টা সাড়ে ছটার মধ্যে আমি চলে আসি ফেরিতে। ভেবেছিলাম এই নদী পার হয়ে যেতে পারবো কিন্তু নদীতে অনেক স্রোত থাকার কারণে সময়টা একটু বেশিই লেগেছে। সব মিলিয়ে ফেরিতে এক ঘন্টা সময় লেগে গিয়েছে। আকাশ অনেক মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পারে।


1000021284.jpg

1000021286.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

সাড়ে সাতটার মধ্যে ফেরি থেকে নামতে পারি আমি আসবো উত্তরা ১৬ নাম্বার সেক্টরে।সাধারণত আমি সাভার হয়ে ভিতর দিয়ে প্রবেশ করি এ রাস্তাটা অনেক সহজ মনে হয় এবং অনেক আরামে চলে আসা যায় বাইক নিয়ে। নদী পার হওয়ার পরে এদিকে আসতে আরো দেড় ঘন্টা সময় লাগে রাস্তার মাঝে বৃষ্টিরও দেখা মিলেছিল ভারী বর্ষণ হয় নাই।তবে এদিকে এসে রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল নতুন রাস্তার কাজ করছে সব বড় বড় পাথর উঠে আছে তারপরে বৃষ্টিতে রাস্তা ভেজা অনেক সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়েছে। মূলত আমার অফিস টাইম সকাল 9 টা থেকে শুরু হবে তবে আজকেই ঈদের পরে প্রথম দিন একটু দেড়ি হলেও কোন সমস্যা হবে না। আমি নয়টার মধ্যে বাসায় পৌঁছাতে সক্ষম হয় অনেকদিন পর বাসায় আসলাম অনেক কাজ জমে আছে। বিশেষ করে রুমগুলো পরিষ্কার করতে হবে মোটামুটি সব কিছু শেষ করে ৩০ মিনিট বিশ্রাম নেই দশটার সময় অফিসের দিকে রওনা করি।অনেকদিন পর কর্মস্থলে ফিরছি দুই এক দিন একটু খারাপ লাগবে তারপরে মোটামুটি সব ঠিক হয়ে যাবে আশা করি।
একটা আনন্দময় ঈদের ছুটি শেষ হলো। পরিবারের সঙ্গে কাটানো সেই হাসিখুশির মুহূর্তগুলো এখন শুধু স্মৃতি। খাবার-দাবার, ঘোরাঘুরি আর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা সব মিলিয়ে ছুটিটা অনেক মধুর ছিল।আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

আপনি তো অনেক বেশি ছুটি কাটিয়েছেন। আমি তিন চারদিন হয়ে গেলো কাজে জয়েন করেছি। গরমের জন্য ছুটিটা তেমন ভালো ভাবে কাটাতে পারি নি। আপনি সুন্দর ভাবে ছুটি কাটিয়ে ফিরেছেন, শুনে ভালো লাগলো।

Loading...
 last month 

ছুটির গতিবেগ আলোর গতিবেগের থেকেও বেশি। সত্যি এই কয়েকটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঈদের ছুটি শেষে ঢাকা আসার সময় মনটা বেশ খারাপ হয়ে যায়। সবার মনের অনূভুতিই এক।