গ্রাম এলাকায় দাওয়াত খাওয়ার অনুভূতি।
শুভ সকাল 🌇
আজ ১৪ এপ্রিল,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম গ্রাম এলাকায় দাওয়াত খাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 💐। অনেক দিন ধরে আমার ওয়াইফের বড় বোন তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বলতেছিল। আমি মূলত অফিসের কাজের কারণে সময় মতো ছুটি পাই না। আর ছুটি না পাওয়ার কারণে কোনো একটি নির্দিষ্ট এলাকায় ভ্রমণ করতে পারিনা। বেড়াতে গেলে এক দুই দিন না থাকলে মন থেকে তৃপ্তি পাওয়া যায় না। যেহেতু আমার শিফট ডিউটি তাই যেকোন এক বেলা সময় করে আমাকে বেড়াতে যেতে হয়। দিনটি ছিল শুক্রবার, আমার বিকেলের শিফটে ডিউটি ছিল। আমার ওয়াইফের বড় বোন তার পিতা মাতার মাগফিরাতের জন্য দাওয়াতের আয়োজন করেছিল। শহর থেকে অনেকটাই গ্রাম এলাকায় এখনো প্রতিবছর মৃত মানুষদের জন্য খাওয়া-দাওয়ার বিশাল বড় করে আয়োজন করা হয়। আপু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল। না গেলে হয়তো কষ্ট পাবে তাই চলে গিয়েছিলাম সে দাওয়াতে অংশগ্রহণ করতে। সেখানের পরিবেশ এবং দাওয়াত খাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- দশ মাইল, ময়মনসিংহ, বাংলাদেশ।
সকালের দিকে সিএনজি করে রওনা করেছিলাম। আমাদের ময়মনসিংহ শহর থেকে অনেকটা ভেতরের দিকে অটো এবং সিএনজি ছাড়া কিছু চলাচল নেই। জায়গার নাম দশ মাইল, দশ মাইল থেকে অটো করে যেতে হয় বদ্ধি বাড়ি। বদ্ধি বাড়ি গ্রামে নেমে চারিপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। চতুর্দিকে অনেক মাছের খামার ছিল। এদিকে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়।
ছবির অবস্থান :- দশ মাইল, ময়মনসিংহ, বাংলাদেশ।
চতুর্দিকে ধান ক্ষেত্রে সবুজের সমারোহ দেখে মন ভরে যায়। গ্রাম এলাকায় অনেক ধান চাষাবাদ হয়। এই দিকে বিশাল বড় বিল থাকায় মাছ চাষ ও ধান চাষের দিকে অতিরিক্ত মাত্রায় আকর্ষণ। আমার কাছে সবুজ প্রকৃতি ভালো লাগে তাই চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করার জন্য। তবে কিছু দিনের মধ্যে হয়তো দান গুলো পাঁকতে শুরু করবে।
ছবির অবস্থান :- দশ মাইল, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি আপুদের বাড়িতে সকাল ৯ টায় এসে উপস্থিত হয়েছিলাম।প্রথম দিকে চিনতে পারিনি। আপুর বড় ছেলে আমাকে নেয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। বাড়িতে ঢুকে রীতিমতো অবাক হয়েছিলাম। গ্রামের ঐতিহ্য বড় উঠান এবং চতুর্দিকে টিনের বাড়ি দেখে ভীষণ ভালো লাগে। বাবুর্চি অলরেডি রান্না শুরু করে দিয়েছিল। বড় বড় কড়াইয়ে বিরিয়ানি রান্না চলছে। পাশে ছিল মুরগির ঘর। তাছাড়া ৪০০ জন মানুষের খাবারের আয়োজন। যাইহোক অনেকদিন পর এই ধরনের অনুষ্ঠানে এসে অনেক ভালো লেগেছিল। তবে বর্তমান সময়ে এই ধরনের অনুষ্ঠান গুলো ভালো চোখে দেখা হয় না। নিয়ম নীতি পরিবর্তনের কারণে অনেক কিছু বদলে গিয়েছে।
ছবির অবস্থান :- দশ মাইল, ময়মনসিংহ, বাংলাদেশ।
বড় উঠানে কিছুক্ষণ পর রোদ চলে আসে। আমি এক কোনায় বসে রান্না করা দেখছিলাম। এই ধরনের উৎসবগুলোর রান্না দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর আমি একটি সেলফি নিয়ে ছিলাম। নামাজের আগে রান্না শেষ হয়ে যায়। যেহেতু আমার বিকেল দুইটাই ডিউটি ছিল তাই নামাজের আগে অল্প খেয়ে অফিসে উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কেননা রাস্তায় নামাজ পড়ে আমাকে অফিস ধরতে হবে। তবে সম্পূর্ণ সময় পর্যন্ত থাকলে হয়তো অনেক ভালো লাগতো। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | গ্রাম এলাকায় দাওয়াত খাওয়ার অনুভূতি। |
লোকেশন | দশ মাইল, ময়মনসিংহ , বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1910911011626033538?t=iYlQCLR9ouO8mMDh-SpuyQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910927355876606334?t=uST9d5yiMVsaEk6OB1-H4Q&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910927831460450326?t=mB4axKYczh-XL8a7Dxe89Q&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910928874952909227?t=t5AN2MU8U2gnuCYASIU_7w&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910931083031712089?t=8S69fb1O8Oq1d3hDsy6wRQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910928874952909227?t=t5AN2MU8U2gnuCYASIU_7w&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910935171920245186?t=vPWtoHtNQRyWA22tzUmp8g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910935679229726859?t=2tuwxR3H-Y9yYPGNDz1h6Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1911658254708662512?t=h-U2bf5AONCcXf3JVcBlWw&s=19
গ্রাম বাংলার সবুজ প্রকৃতি সব সময় মানুষকে কাছে টানে।যাইহোক গ্রামে এখনো এমন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। যাইহোক আপনি নিশ্চয় বেশ ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া গ্রামে দাওয়াত গুলো খেতে এমনিতে বেশ মজা লাগে। আর গ্রামাঞ্চলে গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে। তবে গ্রামের নাম দশ মাইল শুনে তো অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে এ ধরনের দাওয়াত গুলো যখন খেতে বসা হয় তখন ভালো লাগে । আর ৪০০ জনের খাওয়া দাওয়া করলে তো অনেক বড় করে অনুষ্ঠান করেছে আপনার ওয়াইফের আপুরা।পোস্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।