চারালপাড়া হাট থেকে সবজি চারা কেনার অনুভূতি।
শুভ রাত্রি 🌃
আজ ১৮ ই ফেব্রুয়ারী,
রোজ মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম চারাল পাড়া হাট থেকে সবজি চারা কেনার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত মাসে গিয়েছিলাম চারালপাড়া হাটে, বুধবার ও শুক্রবার সপ্তাহে দুইদিন হাট বসে। সে হাটে বিভিন্ন ধরনের সবজি ছাড়া থেকে শুরু করে কাঁচা বাজার, হাঁস-মুরগি ও নিত্য প্রয়োজনীয় বাজার পাওয়া যায়। তাই শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ সে হাটে বাজার করার জন্য চলে আসে। সে বাজারে গ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষ তাদের চাষাবাদ করা শাকসবজি ও গৃহ পালিত পশু পাখি বিক্রি করার জন্য নিয়ে আসে। আমার অফিস এবং বাসায় কোনো কাজ না থাকলে সে সুবাদে আমিও প্রায় সময় হার্ট থেকে বিভিন্ন বাজার করি। কিন্তু গত মাসে আমি গিয়েছিলাম কিছু কাঁচা মরিচ এবং টমেটো চারা কেনার জন্য। সে অনুভূতি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি আমার পোস্ট ভিজিট করার পর আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ময়মনসিংহ সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চারাল পাড়া বাজার অবস্থিত। সে দিন শুক্রবার ছিল, আমি সকাল শিফটে ডিউটি করেছিলাম। সে সুবাদে চলে যাই চারাল পাড়া হাটে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার ছোট্ট একটি সবজি বাগান রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের সবজি গাছে ধরেছে। কিছু জায়গায় টমেটো এবং মরিচের চারা গুলো অসুস্থ হয়ে যায়। হার্টের এক পাশে রাস্তার ধারে অনেকগুলো চারা গাছ উঠেছিল। আমি কাছে গিয়ে দেখতে পাই বেগুন, টমেটো, লাউ এবং কাঁচা মরিচের চারা বিক্রেতা নিয়ে বসে আছে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে আমি চারা পছন্দ করতে পারলাম না। আমি মূলত টমেটো এবং কাঁচামরিচের চারা কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু সে ব্যক্তির কাছে তেমন ভালো ছাড়া নেই। রাস্তার অপর পাশে অন্য আরও একজন ভদ্রলোক বসেছিল বেশ কিছু চারা নিয়ে। সে ভদ্রলোকের চারাগুলো বেশ সতেজ টাটকা এবং মজবুত ছিল। আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রতিটি টমেটো এবং কাঁচা মরিচের চারা দাম ১০ টাকা করে,তাই আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম। এবং নিজ হাতে বেছে বেছে একটি ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এবারের চারাগুলো অনেক বড় ছিল, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। কেননা আমার সবজি বাগানের চারাগুলো অনেক বড় হয়েছে এবং ফলন আসতে শুরু করেছে। আমার মতো অনেকেই হাটে এসেছে চারা কিনার জন্য। এখনো এই ধরনের হার্ট গুলো গ্রামে খুব জনপ্রিয়। তবে শহর অঞ্চলে এ ধরনের বাজার হাট এখন আর চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে উন্নয়নশীল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলছি। যাইহোক চারাপাড়া হাট থেকে কম দামে ভালো সবজি এবং অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সহজে ক্রয় করা যায়। হাট থেকে বাজার করার অনুভূতি বলে বোঝানোর মত নয়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | চারালপাড়া হাট থেকে সবজি চারা কেনার অনুভূতি। |
লোকেশন | চারালপাড়া বাজার, ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1891853906235236395?t=7VqBLKOENwemwQUM-TFssw&s=19
প্রতিটি হাট বাজারের ভিন্ন ভিন্ন নাম আছে আর এই নাম গুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। অফিস ছুটি থাকলে আপনি মাঝে মাঝে হাটে যান জেনে ভালো লাগলো। হাটবাজারে গেলে বর্তমান সময়ের আবহাওয়াটা অর্থাৎ কোনটার কোন দাম কি পরিমাণ কোনটার বৃদ্ধি সবকিছুই বোঝা যায়। চাড়ালপাড়া হাড় থেকে সবজির চারা কেনার খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
জি আপু আমি প্রতি সপ্তাহে সময় পেলে হাটে যাওয়ার চেষ্টা করি। মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
একটা চারার দাম ১০ টাকা হলে তো বেশ ভালো দামেই চারা গুলো কিনতে পারলে। বেশ কিছু মরিচ এবং টমেটো চারা কিনেছেন যেন ভালো লাগলো। কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। চারাগুলো আসলেই বেশ সতেজ লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
বাজারের তুলনায় ১০ টাকা দাম মোটামুটি কমই ছিল, তাই অনেকগুলো চারা কিনতে পেরেছিলাম। ধন্যবাদ আপনাকে আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
চারালপাড়া হাট থেকে আপনার সবজি কেনার অভিজ্ঞতা পড়ে খুব ভালো লাগলো। তবে এই চারাগুলি পরবর্তী সময়ে বেশ ফলন দেবে বলেই মনে হয়। এই পোস্ট পড়ে বুঝতে পারছি আপনার সবজি গাছ করবার নেশা আছে। আর তাই শখ করে এত চারা গাছ কিনে ঘরে সেগুলোকে নিয়ে গেছেন। পরবর্তী সময়ে এই গাছগুলি বড় হলে আবার পোস্ট দিয়ে আমাদের দেখাবেন ভাই।
ছোটবেলা থেকে আমি বিভিন্ন ধরনের চারা রোপন করতে ভালোবাসি। জি ভাই এখন প্রতিটি গাছে ভালো ফলন ধরেছে। উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।