হঠাৎ বাইপাস সড়কে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
হঠাৎ বাইপাস সড়কে ঘোরাঘুরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘুরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথাই নেই। আসলে অনেকদিন ধরে বৃষ্টির জন্য তেমন বাইরে যাওয়া হয় না বলেই চলে। তবে কয়েকদিন আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। আর আমার বোনের বাসা বাইপাস সড়কের পাশে। তাইতো বিকেল বেলা আমরা সবাই মিলে বাইপাস সড়কে ঘুরতে গিয়েছিলাম। আসলে যাওয়া আসার সময় গাড়ি দিয়ে বাইপাসের উপর দিয়েই যেতে হয়। তবে সেই যাওয়া আর ঘুরতে গিয়ে দেখা অনেক ডিফারেন্স। আর বাইপাস সড়কে অনেক সুন্দর জায়গা রয়েছে ঘুরাঘুরি করার জন্য। আর বেশ কিছু ফাস্টফুড খাবারের দোকানে রয়েছে। বিশেষ করে বিকেল বেলা অনেক মানুষে ফাস্টফুড খাবারের জন্য বাইপাসে ভীর জমায়। আমরাও গিয়েছিলাম ঘুরতে ও খেতে। খাওয়া নিয়ে হয়তো অন্য একদিন পোস্টে লিখব। তাহলে চলুন শুরু আজকের পোস্ট।
আমরা বাইপাস যাওয়ার সময় সবুজ প্রকৃতি দেখে অনেক ভালো লেগেছিল। আসলে বাইপাস ও আমার বোনের বাসার মাঝখানে এভাবে সবুজ প্রকৃতির মাঝে বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলাম।আসলে এখন কৃষকেরা মাঠে ধান চাষ করছে।আর বৃষ্টির পানিতে ধান মনে হয় আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।আসলে কৃষকদের ফসল ভালো হলে আমরাও দুই মুঠ খেতে পারব। যাইহোক ধান গুলো দেখে অনেক ভালো লেগেছিল।
তারপর বাইপাস কিছু কারখানা আছে। যদিও বৃষ্টির মধ্যে তেমন ঘুরা হয়নি।তবে ডালের মিলের পাশ দিয়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ছিলাম। আসলে বাচ্চাদের ঘুরার চেয়ে খাওয়া বেশি দরকার। তারা পাশে এক দোকানে টাকা এভাবে দেখে অনেক খুশি।তারপর তারা সেই দোকানে গিয়ে বেশ কিছু টুকিটাকি খাবার কিনল।আর এদিকে আমরা ঘুরতে থাকলাম। সত্যি বলতে সবার সাথে ঘুরতে অনেক ভালো লেগেছিল। আর আমরা মনে হয় অনেক দিন পরে এভাবে ঘুরতে পেরে একটু বেশি ভালো লেগেছে।
আমরা কিছু সময় ঘুরে চলে যাব ফাস্টফুড খাওয়ার জন্য। তবে আমরা পাশ দিয়ে ঘুরতে থাকলাম। এদিকে আপনাদের ভাই গিয়েছিলাম পিজ্জা অর্ডার করতে।আসলে সবাই পিজ্জা খেতে চাইল।তবে আমার খাবার থেকে ঘুরতে বেশি ভালো লেগেছিল। তারপর সবাই ফাস্টফুড এর দোকানে গিয়েছিল কিন্তু আমি এখানেই ছিলাম। কেন যেন আমার এখানে খোলা পরিবেশে একটু বেশি ভালো লেগেছিল।
তারপর সবাইকে পিজ্জা খেতে নিয়ে গেল।যদিও আমি সাথে গিয়েছি কিন্তু খাওয়া হয়নি।তবে আমার জন্য একটা প্যাকেট করে নিয়ে এসেছি। আসলে মাঝে মাঝে এভাবে ঘুরতে বেশি ভালো লাগে। সত্যি ঘুরতে গেলে মন প্রাণ ভালো থাকে। বেশ ভালো সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1954550294915751957?t=QNgwZs62bDP8pui4LpJGjA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1954497089293197510?t=DMXyieExq8YlLsYd5yk4Wg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1954551980170608694?t=0Pe646JsLM8dq-R4eFwmyw&s=19