নড়াইল ভ্রমণ পর্ব-৬
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের মাঝে আমি আমার নড়াইল ভ্রমণের প্রথম থেকে পঞ্চম পর্ব শেয়ার করেছি। আজ চলে এসেছি ষষ্ঠ পর্ব শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে প্রথম থেকে পঞ্চম পর্বটি খুবই ভালো লেগেছে। তাহলে দেরি না করে। চলুন শুরু করা যাক ষষ্ঠ পর্বের গল্প।
আমার সঙ্গে ছিল আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু। আমরা দুজন মিলে ঘেরের প্রতিটি কোণ ঘুরে দেখেছি। কখনও পুকুরের পাড়ে বসে আড্ডা দিয়েছি কখনও আবার গরুর ঘরে গিয়ে মজার ছবি তুলেছি। ঘেরের পাশে থাকা একটা ছোট কাঠের ঘরে বসে চা খাওয়ার সময় মনে হচ্ছিল এই জায়গাটা যেন একটা জীবন্ত ছবি বন্ধু বলল তোর দুলাভাইয়ের ঘেরটা দেখ পুরো একটা স্বপ্নের মতো একদিন এটা অনেক বড় হবে। আমি আগেও এই ঘেরে এসেছিলাম। তখনো জায়গাটা সুন্দর ছিল কিন্তু এত সাজানো ছিল না। পুকুরগুলো ছোট রাস্তা আর গরুর ঘরও অল্প ছিল। এবার এসে মনে হলো পুরো প্রজেক্টটা যেন নতুন জীবন পেয়েছে। মেশিনে কাজ হচ্ছে পানি ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে এমনকি মাছের পোনা সংরক্ষণের আলাদা জায়গাও বানানো হয়েছে। সবচেয়ে ভালো লাগল এই পরিবর্তনের পেছনে মানুষের শ্রম আর ভালোবাসা। দুলাভাই এবং তার টিমের পরিশ্রম চোখে পড়ার মতো। সূর্য ডুবতে শুরু করেছে। আকাশে লালচে আলো চারপাশে পাখির ডাকে এক অদ্ভুত প্রশান্তি। আমরা দুজন বাইকে করে ফেরার প্রস্তুতি নিচ্ছি। পেছন ফিরে শেষবারের মতো তাকালাম সেই ঘেরটার দিকে যেখানে অনেকটা সময় কেটেছে। মনে হলো এই জায়গাটার সঙ্গে যেন একটা অদৃশ্য সম্পর্ক গড়ে উঠেছে। এখানেই প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান মাছ, গরু, গাছ আর মানুষ সবকিছু একসঙ্গে মিলে তৈরি করেছে এক অসাধারণ জীবনচিত্র।
নড়াইলের এই ঘের শুধু একটা মাছের হ্যাচারি নয় এটা এক প্রমাণ যে পরিশ্রম পরিকল্পনা আর ভালোবাসা থাকলে যে কোন জায়গায় বড় কিছু করা সম্ভব। এখানে এসে আমি শুধু মাছ চাষের প্রজেক্ট দেখি নি দেখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদাহরণ। প্রতিটি পুকুরে প্রতিটি গরুর ঘরে এমনকি মাটির প্রতিটি স্তরে লুকিয়ে আছে একজন মানুষের স্বপ্ন আর অধ্যবসায়ের গল্প। ফিরে আসার সময় মনে হচ্ছিল এমন জায়গায় বারবার যেতে ইচ্ছে করবে। কারণ নড়াইলের দুলাভাইয়ের ঘের মানেই শুধু মাছ নয় সেখানে আছে শান্তি পরিশ্রম আর জীবনের এক সহজ অথচ গভীর সৌন্দর্য। এটাই ছিল আমার নড়াইল ভ্রমণের ষষ্ঠ পর্বের গল্প। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে দেখা হবে আবার নড়াইল ভ্রমণের সপ্তম পর্বে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
