ভ্রমণ: হঠাৎ করে সেদিন গিয়েছিলাম নাগের হাট নদী
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৮ ই এপ্রিল ২০২৫ ইং
নাগের হাট ব্রিজ সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন। বিশেষ করে যারা উত্তর বঙ্গের রয়েছেন তারা হয়তো প্রত্যেকেই এই ব্রিজ সম্পর্কে অবগত। এই ব্রিজ টি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নাগের হাট বাজারের পাশেই অবস্থিত। আমাদের রংপুর জেলার মধ্যে বেশ কয়েকটি বড় বড় সেতু রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নাগের হাট ব্রিজ। এই ব্রিজ টি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আপনারা হয়তো সকলেই ব্রহ্মপুত্র নদী সম্পর্কে পাঠ্যবইয়ের মধ্যে পড়েছিলেন। আসলে এই ব্রহ্মপুত্র নদী টি আমাদের রংপুর জেলার মধ্যে একটি বড় নদী। এই নদীর সাথে আরো অনেক ছোট ছোট নদী সংযোগ রয়েছে।
ব্রহ্মপুত্র নদীর বুকে সকালটা শুরু হয় সূর্যের কোমল আলো আর হালকা কুয়াশার আবরণে। নৌকাগুলো একে একে নদীর মাঝ বরাবর এগিয়ে যায়, বর্শি, জাল আর আশা নিয়ে। নদীর জলে তখনো ভেসে থাকে রাতের ঠাণ্ডা, আর তার মাঝেই জীবনের কোলাহল শুরু হয়। জেলের দল কখনো একা, কখনো দল বেঁধে পানির বুক চিরে মাছের খোঁজে নেমে পড়ে।তাদের হাতে পুরনো জাল, মুখে অনেক দিনের অভিজ্ঞতার ছাপ। জাল ছোড়া, জাল টেনে আনা । কখনো পানিতে ঝাপ দিয়ে ছোট ছোট মাছের ঝাঁক, কখনো দূর থেকে বড় রুই মাছের লাফ এই সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ।
নদীর পাশে দাঁড়িয়ে থাকলে দেখা যায় ছোট ছোট নৌকা, তার ওপরে দাঁড়িয়ে থাকা এক একজন মানুষ, যাদের চোখ নদীর গভীরে, হৃদয় জড়িয়ে আছে প্রকৃতির সঙ্গে। বাতাসে ভেসে আসে মাছের গন্ধ, ভিজে কাঠের ঘ্রাণ, আর পানির ছিটেফোঁটা যেন বলে দেয় নদী এখনো বেঁচে আছে, এখনো প্রাণ দিচ্ছেবিকেলের দিকে আলো বদলে যায়। রঙিন আকাশের নিচে মাছ ধরার দৃশ্য আরও সৌন্দর্যময় হয়ে ওঠে। কেউ কেউ দিনশেষে ফিরে আসে খালি হাতে, কেউবা মাছভর্তি ঝুড়ি নিয়ে। কিন্তু প্রত্যেকের মুখে থাকে শান্তির ছাপ নদীর সঙ্গে একান্ত সময় কাটানোর তৃপ্তি।
এই নদী, এই মাছ ধরা, এই জীবন সব মিলিয়ে এক অপূর্ব চিত্র, যা কেবল দেখা যায়, অনুভব করা যায়, বোঝানো যায় না। এই নদীর তীরে বসবাস করা বেশিরভাগ মানুষ এই নদীর মধ্যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। আসলে তারা সকলেই অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষ। তারা খুব সহজেই মাছ ধরতে পারেন। সেদিন আমরা তাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাছ ধরা দেখেছিলাম । বাংলাদেশের বেশিরভাগ নদী এলাকার মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল। বিশেষ করে আমাদের রংপুর জেলার মানুষ মাছ ধরতে বেশ পারদর্শী।
আসলে আমাদের এই কৃষি প্রধান দেশে বিভিন্ন জন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকে তাদের বেশিরভাগই কৃষি উপর নির্ভরশীল। এছাড়া ও অনেকেই রয়েছে অন্যান্য সব পেশায়। যাইহোক, এই নদীর মধ্যে তেমন একটা পানি না থাকলে ও মাছ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে।আর এই নদীর মাছ গুলো নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ গুলো ধরে থাকে। অনেকেই রয়েছে যারা এই নদীর মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকেন। সেদিন আমরা এই নদীর মধ্যে বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম। আসলে মাঝে মাঝে এরকম সময় উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1916803675692962170?t=cy7UHKzrPKMP-MOHoIcncw&s=19
https://x.com/Riyadx2P/status/1916804107433918659?t=cy7UHKzrPKMP-MOHoIcncw&s=19
https://x.com/Riyadx2P/status/1916804362191642745?t=cy7UHKzrPKMP-MOHoIcncw&s=19
https://x.com/Riyadx2P/status/1916804686306308434?t=cy7UHKzrPKMP-MOHoIcncw&s=19
Screenshot
গ্রামীণ সৌন্দর্য দেখার মধ্যে একটি আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ আর সেখানে যদি নদী নালার সৌন্দর্য থাকে তাহলে তো আর কোন কথাই নেই। আর আজকে আপনি সেরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ যেভাবে আপনি আজকের এই নাগেরহাট নদী ভ্রমণ করতে গিয়েছিলেন এবং আজকের আমাদের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন৷