ট্রেন ভ্রমণ: বদরগঞ্জ টু দিনাজপুর ট্রেন ভ্রমণ, এক নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২২ ই মে ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বদরগঞ্জ টু দিনাজপুর ট্রেন ভ্রমণ গল্প শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


FunPic_20250522_171509094.jpg

বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম দিনাজপুর যাবো, কিন্তু সময়ের অভাবে যাওয়ার সুযোগ হচ্ছিল না। গতকাল রাতে প্লান করেছিলাম যে আজকে যাবো দিনাজপুর। দিনাজপুর যাওয়ার জন্য আমি ট্রেন বেছে নিলাম, কেননা আমার কাছে ট্রেন ভ্রমণ একটি নিরাপদ ভ্রমন। সকাল আটটায় ট্রেন।সকালের নরম আলোয় বদরগঞ্জ স্টেশনের মধ্যে পৌঁছে গেলাম। ট্রেন আসার কিছুক্ষণ বাকি, তবুও আশপাশে ছোটখাটো হকার, চা ওয়ালা, স্টেশনের কর্মচারী আর কিছু আগ্রহী যাত্রীর আনাগোনা শুরু হয়ে গেছে। একটা অদ্ভুত প্রশান্তি রয়েছে এমন ভোরবেলার স্টেশনে কোলাহল না থাকলেও যেন অনেক কিছু ঘটে চলেছে নীরবে। আসলে ট্রেন স্টেশন গুলোর মধ্যে সব সময় কোলাহল লেগেই থাকে।

IMG-20250522-WA0004.jpg

ট্রেন এসে থামল নির্দিষ্ট সময়েই। দিনের প্রথম আলোয় সে যেন অন্যরকম একটা রূপ নিয়েছে। সকাল বেলা ট্রেন ভ্রমণ এক অন্যরকম অনুভূতি। সিটে বসেই জানালার বাইরে চোখ রাখা এটাই ট্রেন ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। স্টেশন ছাড়ার সাথে সাথেই বদরগঞ্জের ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা, মাঠের পর মাঠ চোখের সামনে পিছিয়ে যেতে থাকে, যেন স্মৃতির পাতার মতো এক এক করে উল্টে যায় সব।আমি জানালা থেকেই বাহিরের সৌন্দর্য গুলো উপভোগ করার চেষ্টা করছিলাম।রেললাইনের দুপাশে ছড়িয়ে থাকা গ্রামের ছবি একরকম শান্তিময়। গরু চড়ানো রাখাল ছেলেটি, স্কুলে যাওয়ার তাড়াহুড়ো করা শিশুর দল, কিংবা মাঠে কৃষিকাজে ব্যস্ত কৃষক—সব মিলিয়ে খুবই সুন্দর সুন্দর দৃশ্য।

IMG-20250522-WA0001.jpg

মাঝে মাঝে কোনো ছোট স্টেশনে ট্রেন থামে, আবার চলে। কোথাও এক দুজন নামছে, কেউ বা উঠছে। একেকটা মুখ, একেকটা গল্প। এসব মুখ দেখে অনেক অজানা গল্প মাথায় চলে আসে, যেগুলো কখনো লেখা হবে না, তবুও মনে থেকে যাবে।ট্রেনের মধ্যে একধরনের নিজস্ব ছন্দ আছে। চাকার টকটক শব্দ, হালকা দুলুনি আর মাঝে মাঝে হুইসেলের আওয়াজ সব মিলিয়ে এক স্বতন্ত্র সঙ্গীত তৈরি হয়। সহযাত্রীদের মধ্যে কেউ কেউ কথা বলেন, কেউ চুপচাপ বাইরে তাকিয়ে থাকেন, আবার কেউ মোবাইলে গান শুনছেন। কেউ একটা বই খুলে বসেছেন, আর কেউ শুধু বসে থেকে সময়কে উপভোগ করছেন। আমি জানালা দিয়ে দূরের সবুজ গালিচার মতো বিস্তৃত ধানক্ষেতের দিকে তাকিয়ে থাকি।

IMG-20250522-WA0000.jpg

প্রকৃতি তার সরলতায় এতটা সুন্দর হতে পারে, তা শহরে থেকে কল্পনাও করা যায় না।দিনাজপুরের দিকে এগিয়ে যেতে যেতে অনুভব করি, বাতাসে একটা পরিবর্তন আসছে। পরিচিত গন্ধ বদলে যায়, ভিন্নতা আসে আশেপাশের দৃশ্যে। দিনাজপুরের শহুরে স্পর্শ আস্তে আস্তে ধরা দেয়, কিন্তু সেই আগমনের মধ্যেও একটা প্রশান্ত ধরণ আছে। সবকিছু ধীরে ধীরে এগোচ্ছে, হুট করে নয়। ট্রেনটা যখন দিনাজপুর স্টেশনের প্ল্যাটফর্মে থামে, তখন মনে হয় একটা ছোট কিন্তু মুগ্ধতায় ভরা ভ্রমণ শেষ হল। চারদিকের সবুজ শ্যামল প্রকৃতির মধ্য দিয়ে দিনাজপুর পর্যন্ত আসা ছিল একটি অসাধারণ মুহূর্ত।এর আগে ও অনেক বার ট্রেন ভ্রমণ করেছিলাম, তবে আজকের টা সেরা ছিল।

IMG-20250522-WA0007.jpg

নেমে পড়ার পরেও মন যেন ট্রেনের মধ্যেই রয়ে যায় কিছুক্ষণ। সেই জানালার পাশের সিট, সেই দূরের দৃষ্টিপথ, আর ছুটে চলা গানের মতো ট্রেনের ছন্দ সবকিছু হৃদয়ে জমে যায় নীরবভাবে। বদরগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত এই অল্প সময়ের যাত্রা যেন এক ধরনের ধ্যান, যেখানে প্রকৃতি, মানুষ আর সময় মিলেমিশে এক অদ্ভুত সঙ্গতি তৈরি করে। এরকম সুন্দর যাত্রা গুলো জীবনের খাতায় স্মৃতি হয়ে লেখা থাকে। সঙ্গীহীন ভাবে ট্রেন ভ্রমণ তেমন একটা আনন্দের নয়, তবে, আমি সঙ্গীহীন ভাবে ট্রেন ভ্রমণ টি আনন্দের করে তুলেছিলাম।

IMG-20250522-WA0005.jpg

এই ট্রেন ভ্রমণ শুধুই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং প্রতিটি মুহূর্ত অনুভব করার এক নিঃশব্দ উপলব্ধি। এখানেই এর সৌন্দর্য, এখানেই এর অনন্ত টান।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@riyadx2 Your journey and photos are beautiful I loved how you described the peaceful train ride and village life. Thank you for sharing this calm lovely experience with us. Looking forward to more.

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের সুন্দর পোস্ট দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে এই ট্রেন ভ্রমণের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷