ভ্রমণ পোস্ট★★রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি ভ্রমন,কুষ্টিয়া।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আসুন আগেই জেনে নিই কুঠিবাড়ি বলতে কি বুঝায়? কুঠিবাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজত্বকালে যেখানে তিনি জমিদারিত্ব পরিচলনা করতেন সেই জায়গাকেই কুঠিবাড়ি বলা হয়। মোট কথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত জমিদারি কাচারি এবং বাসভবনকেই কুঠি বাড়ি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল জায়গাগুলিতে জমিদারিত্ব পরিচালনা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কুঠিবাড়ি এবং কুষ্টিয়ার কুমারখালী জেলার শিলাইদহের পদ্মা নদী তীরে অবস্থিত কুঠি বাড়ি।
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি স্থানগুলি এখন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। সবথেকে বেশি আকর্ষণীয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালীর পদ্মা নদীর তীরে অবস্থিত কুঠিবাড়ি।এপ্রিল মাসের শেষের দিকে গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ভ্রমণের জন্য। দারুন একটি জায়গা। সেখানে গিয়েছিলাম কুষ্টিয়া জেলার কুমারখালীতে থাকা আমার এক বন্ধুর সঙ্গ নিয়ে। তার নাম আশিক। সেখানে গিয়ে প্রথমেই আগে ৩০ টাকা করে দুটো টিকিট কেটে নিলাম।
ভিতরে প্রবেশ করেই ডান দিকেই দেখতে পেলাম দারুন একটি প্লেস। উপরের ফটোগ্রাফিতে যে স্থাপনা গুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পর্যটকদের থাকার জন্য। সামনেই রয়েছে একটি বিশাল বড় মাঠ। যদিও বা এই স্থাপনা গুলি এখনো সম্পূর্ণ হয়নি তবে একদম শেষের দিকে। এরই মধ্যে পর্যটকদের থাকার মতো উপযোগী জয়গাঁও করে দিয়েছে কর্তৃপক্ষ। তাই দূর থেকে যে সকল পর্যটক আসবেন তাদের জন্য এখানে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। এসি এবং নন এসি এর মধ্যেও থাকতে পারবেন। তবে বাজেটের একটু কম বেশি হবে।
উপরে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্কুল। স্কুলটি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। অবাক হবেন জেনে এই স্কুলটি প্রতিবন্ধীদের জন্য। এটা হচ্ছে অন্ধ সকল বাচ্চাদের জন্য পড়াশোনা করা দৃষ্টান্তমূলক একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমিও প্রথমেই অবাক হয়েছিলাম কিন্তু পরে সম্পূর্ণ বিষয়টা জানতে পেরে ভালই লেগেছিল। কেননা এর মাধ্যমে অন্ধ বাচ্চারাও লেখাপড়া শিখতে পারবে। বন্ধুরা আগামী পর্বগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার কুঠিবাড়ির আরো চমৎকার দৃশ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
এটা আমার এলাকায়। অনেক বার যাওয়া হয়েছে। জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং সুন্দর। চমৎকার লাগল আপনার পোস্ট টা। আপনি বেশ সুন্দর সময় কাটিয়েছেন এখানে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার এলাকার মধ্যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই স্থানটি অন্যতম। আমি খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি এখানে। খুবই ভালো লেগেছিল।