" বোনকে দেখতে গেলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
বোনকে দেখতে গেলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ সারাদিন খুবই ব্যস্ততায় কেটেছে।সকাল থেকে একদম সময় হয়নি পোস্ট করার।আসলে কি নিয়ে ব্যস্ত ছিলাম তা আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।হে,বন্ধুরা আজ সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে।তিনদিন আগের কথা ছোট বোন হঠাৎ পা মচকে অসুস্থ হয়ে বিছানাতে।বোনকে দেখতে যাব একদমই সময় হচ্ছিল না।কারন ছেলের এক্সাম শুরু হওয়াতে একটু ও সময় পাচ্ছিলাম না। যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম এক্সাম নেই ছুটির দিন আজ ই যাব বোনকে দেখতে।
আপনারা হয়তো অনেকেই জানেন আমার বোন বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে।ও একা ঘরে অসুস্থ হয়ে বিছানাতে পরাতে ওর ছেলে ও হাসবেন্ডের খুব কষ্ট হচ্ছিল। ছেলের স্কুলে যেতে ও খাওয়া দাওয়া করতে।অনেক কষ্ট করে কোন রকম রান্নাবাম্না ও করে দিতে পেরেছিল।তাই আমি আজ সকালে ভাবলাম যাব যখন কিছু রান্না করে নিয়ে যাই।আর তাই বোনের ছেলের চিকেন বিরিয়ানি ভীষন পছন্দ। তাই সকালে উঠেই চিকেন বিরিয়ানি, মাছ,শুঁটকি মাছ ভুনা ( বোনের পছন্দ),লাউ শাক,সবজি ও ডাল ভুনা ও করে নিয়েছিলাম।আমার হাতের যেকোনো আচার ওরা পছন্দ করে খেতে।তাই আমের আচার ও নিয়ে গিয়েছিলাম।
আর এখন যেহেতু আমের সিজন।তাই বেশ কিছু আম ও নিয়ে গিয়েছিলাম। এছাড়া ও বেকারী আইটেম কিছু নিয়েছিলাম।আমরা বেলা ১১ টার পর রওনা দেই।আজ শুক্রবার তাই রাস্তাঘাট সবই ফাঁকা থাকাতে আধা ঘণ্টার মধ্যে ই আমরা ওর বাসায় পৌঁছে যাই।ওকে আগে বলিনি যে ওর বাসায় যাব।তাই বোন ও বোনের হাসবেন্ড আমাদেরকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে গেলো।আমি কেন কেন বলিনি তাও বলল।আমি তখন বললাম তুই অসুস্থ তাই দেখতে এসেছি।এর মধ্যে বলার কি আছে।
এরপর সবাই মিলে অনেক গল্প করলাম।নাস্তা করে সবাই নামাজ পড়ে খাওয়া-দাওয়া করলাম।সবাই খুব মজা করে চিকেন বিরিয়ানি খেয়েছে। সব রান্না ই নাকি খুব সুস্বাদু হয়েছে।বোনকে বললাম হাঁটাহাঁটি আপাতত কম করতে।সাতদিন পর ডাক্তারের কাছে আবার যাবে।দোয়া করবেন সবাই ও যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি।আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন,আমিন।খাওয়া-দাওয়া শেষ করে বেশকিছু সময় গল্প করলাম।আমার আম্মু ও গিয়েছিল আমার সাথে বোনকে দেখতে।এরপর বিকেলে চা নাস্তা করে আমরা বাসায় চলে এলাম। ফেরার পথে ও রাস্তা বেশ ফাঁকাই ছিল।তাই বাসায় পৌঁছাতে বেশী দেরী হয়নি।এসে কিছু কাজ করে পোস্ট লিখতে বসে গেলাম।মনের অনুভূতি গুলো প্রকাশ করতে পেরে খুব ই ভালো লাগলো।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আজকের ব্যস্ততার কিছু অনুভূতি আজ শেয়ার করে নিলাম।আশাকরি সবার ভালো লেগেছে। আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | Samsung A20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.