“ অনেকদিন পর আম্মুর জন্য কেনাকাটা করতে নিউ মার্কেটে”
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
অনেকদিন পর আম্মুর জন্য কেনাকাটা করতে নিউ মার্কেটে:
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেব একটি ভ্রমণ পোস্ট ।ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে সব সময়ই চেষ্টা করি।তবে মোবাইল নষ্ট হয়ে যাওয়াতে সেটাতে কিছুটা সমস্যা হচ্ছে।তবে আশাকরি মোবাইল কেনা হলে আবার আগের মতো চেষ্টা করব ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আপনাদের সবার ভালোবাসা আর অণুপ্রেরণায় চেষ্টা করে যাচ্ছি।আবার সময় আসবে পোস্টের ভিন্নতা এনে কাজ করার।বন্ধুরা,প্রয়োজনের যেনো কোন শেষ নেই।প্রয়োজনের কারণেই আজ নিউ মার্কেটে অনেকদিন পর গেলাম।খুব প্রয়োজন না হলে এই গরমে নিউ মার্কেটে আমি যেতাম না।আর প্রয়োজনটা আমার নয়।প্রয়োজনটা ছিল আমার আম্মুর।আজ সেই অনুভূতিটুকুই আপনাদের মাঝে শেয়ার করে নেব।
বেশ কিছুদিন ধরে ই আম্মুর ওয়াকিং সু কেনার দরকার হয়ে পরছিল।আর হিজাব কিনবে বলছিল।কিন্তু মার্কেটে যাই যাই করে যাওয়াই হচ্ছিল না।আম্মুকে বলেছিলাম আমার বাসার কাছেই বাটার শোরুম।বাটা থেকে নিয়ে আসি।কিন্তু আম্মু নিউ মার্কেট থেকেই নেবে বলে আর যাওয়া হচ্ছিল না।আপনারা হয়তো অনেকেই জানেন নিউ মার্কেটের ভিড়ের কথা।এই ভিড় ঢেলে কোন কিছু কেনার কথা আসলে চিন্তাই করা যায় না।আর আমিতো ভিড় ভীষণ অপছন্দ করি।আর এ কারণে আম্মুকে বলেছি সকালে গেলে আমি নিউ মার্কেটে যেতে রাজি আছি।কারণ সকালের সময়টা খুব একটা ভিড় থাকেনা।
আর এ কারণে ছেলেকে সকালে স্কুলে দিয়ে এসে নাস্তা তৈরি করে নাস্তা করে ই দুজন বেড়িয়ে পরলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে।নিউ মার্কেটের ফটোগ্রাফি করা আমার জন্য সম্ভব হলো না।আপনার তো জানেন বড় একটি আই প্যাড নিয়ে বাইরে বের হওয়া সম্ভব নয়।তাই খুব দুঃখ হচ্ছিল আমার।কারণ আমি যেখানেই যাই না কেন অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি।কিন্তু আজ কিছুই হলো না করা।মন খারাপ করে তো কোন লাভ হবে না।সময় সুযোগ এলে আবার অনেক অনেক ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করে নেব।
আমরা নিউ মার্কেটে পৌঁছে হিজাবের দোকানে চলে গেলাম।আম্মু আম্মুর পছন্দ মতো একটি হিজাব নিয়ে নিল।এরপর আমরা জুতা কেনার জন্য জুতার দোকানে গেলাম।সেই দোকানে গিয়ে আম্মুর পায়ের জন্য এক জোড়া আরামদায়ক জুতা আমি পছন্দ করে কিনে দিলাম।আম্মু ভীষণ পছন্দ করলো জুতা জোডাটি।মার্কেটে গেলে প্রয়োজন যেনো বৃদ্ধি পায়।কারণ এরপর আমরা রান্নাঘরের জন্য বেশ কিছু আইটেম কিনে নিলাম।কেনাকাটা শেষ হয়ে গেলে আম্মুকে লাচ্ছি খেতে অফার করলাম।কারণ আমার আম্মু লাচ্ছি খুব পছন্দ করতো।আজ আম্মু লাচ্ছি খেতে রাজি হলো না।কেননা কিছুদিন আগেই আম্মুর জ্বর ও কাশি হয়েছিল।এখন কিছুটা ভালো বলে আম্মু খেতে চাইলো না।আর আমিতো বাইরের খাবার খুব একটা খাইনা আপনারা হয়তো অনেকেই জানেন।এরপর ছেলের জন্য শর্মা নিলাম।আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে ১১ টা ৩০ বেজে গেলো।ছেলের স্কুল ছুটি ১২ টা ০৫ মিনিটে।তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।এরপর বাসায় আম্মুকে নামিয়ে দিয়ে ছেলেকে আনতে স্কুলে চলে গেলাম।আজ আম্মুকে সময় দিয়ে কেনাকাটা গুলো করে দেয়াতে নিজের মধ্যে ভালো লাগা কাজ করছিলো।মা-বাবাকে সময় দেয়া প্রতিটি সন্তানের জন্য একটি গুরুত্ত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি।মা-বাবার জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে।তাই বলা যায় আমার মনটা আজ ভীষণ ভালো।
আজকের ভ্রমণের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে অনেক বেশী ভালো লাগলো।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করে।আজ এখানেই শেষ করছি।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
I really enjoyed reading your post. Everyone loves shopping in the market. I also love shopping in the market. I also try to buy something from the market sometimes. Anyway, I really enjoyed reading your article and seeing the pictures. Stay well, stay healthy, I wish you a bright future.