" নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে বের হয়েছিলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজকে আমি ভ্রমন বিষয়ক পোস্ট শেয়ার করে নেব।আপনারা হয়তো অনেকেই জানেন আমি খুব বেশী প্রয়োজন না হলে বাইরে বের হই না।আর এখন ঈদের সময়।আর কয়টা দিন পরই ঈদুল আজহা।মুসলিম উম্মাহর বড় ধর্মীয় অনুষ্ঠান।এই ঈদে খুব একটা কেনাকাটা আমার করা হয়না।আমি ঈদের অনেক আগেই কেনাকাটা সেরে ফেলি।তাই এই ঈদে তেমন একটা মার্কেটে আমি বের হই না।কিন্তু কাল আমার নিজের কিছু জিনিস কেনার প্রয়োজনে নিউ মার্কেটে যেতে হলো।আসলে এই জিনিস গুলো অন্য কাউকে দিয়ে কেনা সম্ভব নয়।নিজের কাজের জিনিসগুলো নিজে দেখে শুনে কিনে আনাটাই আমি ভালো মনে করি।
গতকাল রাত ৮ টার সময় বের হয়েছিলাম বাসা থেকে। খুব একটা জ্যাম মনে হয়নি আমার। আমার মনে হয় অধিকাংশ মানুষ ঈদ উৎসব উদযাপন করতে বাড়িতে চলে গেছেন।নয়তো নিউ মার্কেটে সব সময় অনেক বেশী ভিড় লক্ষ্য করা যায়।এমন ও হতে পারে কয়েকদিনের টানা বৃষ্টি হওয়ার জন্য কেউ তেমন একটা বাইরে বের হয়নি।কিন্তু আমার প্রয়োজনে আমিও বৃষ্টি দেখে ও বের হলাম।আসলে কমিউনিটিতে কাজের জন্য প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করতে গেলে রঙ,তুলি,রঙিন কাগজ এসবের দরকার হয়।আর আমি এই প্রথম এক্রেলিক কালারটি নিলাম।যদিও কালার খুব একটা পারিনা করতে।তবে চেষ্টা করতে তো দোষ নেই।তাই নিয়ে নিলাম এক্রেলিক কালারের ১২ টির সেট।
এরপর নিয়েছি আমি পোস্টার রঙ। আসলে এর আগেও আমি এই পোস্টার রঙটি নিয়েছিলাম।কিন্তু আঁকার জন্য এখন অনেক কালারই শেষ হয়ে গিয়েছে।তাই ভাবলাম সিঙেল কালার একটা দুইটা না নিয়ে ১২ টার কালার একবারেই নিয়ে নেই।তাই এই কালারটি নিলাম।এরপর আমি রঙিন কাগজ নিয়েছি।আপনারা দেখে থাকবেন আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময় নানা রকমের জিনিস তৈরি করে থাকি।তাই রঙিন কাগজ আমার একটু বেশীই দরকার হয়।তাই আমি ১০০ টি কাগজ দিয়ে একটি প্যাকেট নিয়ে নিলাম।
আমি নিউ মার্কেটে গিয়ে ফটোগ্রাফি করিনি।আসলে রাতে মোবাইল বের করে ফটোগ্রাফি করাটা ভালো মনে করিনি।কারন ঈদের সময় মোবাইল ছিনতাই হয় বেশী।আর আমার কেনাকাটা করতে করতে রাত ১১ টা বেজে গিয়েছিল।আমি আমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গতকাল রাতে নিউ মার্কেটে গেলেও আম্মুর জন্য কিছু কেনাকাটা আমি করেছিলাম।কারন আজ আমাদের বাড়িতে যাওয়ার কথা। অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে।আর এজন্য ছেলের জন্য ও কিছু টুকিটাকি কেনাকাটা আমি ঐ সময়ে করে নিয়েছিলাম।কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম।নিজের প্রয়োজনীয় কেনাকাটার কিছু অনুভূতি আমি আজ শেয়ার করে নিলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
পোস্টের ভিন্নতা আনার জন্য এই ধরনের জিনিসগুলো বেশ প্রয়োজন। বেশ ভালো করেছেন দরকারী জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার আগেই কিনে। এই জিনিসগুলো বেশ প্রয়োজন আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করি।
পেইন্টিং বা, আর্ট করার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছেন দেখে ভালো লাগলো। নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছেন তার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুভূতির পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
https://x.com/shimulakter403/status/1930153707708264728?t=RtNhy9tLEfH7sfZV2iQC7Q&s=19
https://x.com/shimulakter403/status/1930153462257594737?t=K8BweKokgIMkGQ3R_XWjKA&s=19
https://x.com/shimulakter403/status/1930205853677957303?t=C14I-ObrPxYhJ08IuhpJvw&s=19
https://x.com/shimulakter403/status/1930207256022536235?t=QsJGOlVApkFev9nj0CHvbg&s=19
https://x.com/shimulakter403/status/1930207021808414759?t=WDFEeWTDX4ScAvNNiPSFnQ&s=19
আসলে আপু ঈদের কারণে হয়তো বা মানুষ এখন শহরের দিকে কম। এই কারণে হয়তো বা জামে পড়েন নাই। আপনি দেখছি অনেক কিছু কেনাকাটা করেছেন। আর আমাদের এই প্লাটফর্মে কাজ করতে হলে এসব জিনিস গুলো দরকার হয়।এক্রেলিক কালারটি নিয়েছেন শুনে ভালো লাগলো। আর রঙিন কাগজ সব কালার একসাথে কিনলে কাজে লাগে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।