" নানান রকমের মিষ্টি ও সন্দেশ কিনতে যাওয়া "
শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।অভিনন্দন এই পবিবারের সবাইকে।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
নানান রকমের মিষ্টি ও সন্দেশ কিনতে যাওয়াঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজ আমার বাংলা ব্লগ এর চতুর্থ জন্মদিন।আজ থেকে তিনদিন ব্যাপী দারুন সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আশাকরি সবাই এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আজকের অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তুলবেন।দীর্ঘ সময় ধরে আমি এই কমিউনিটির সাথে যুক্ত আছি।অনেক সুখ-দুঃখের অনুভূতি আমি এখানে এই পরিবারে শেয়ার করেছি।এই পরিবারের মাঝে মনের অনুভূতি গুলো বলতে না পারলে স্বস্তি মিলেনি কখনও।আমার মতো আপনারাও তেমনটাই করেছেন।এই পরিবার আমার আরো একটি পরিবার।এই পরিবারের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছি আমি।আজ থেকে টানা তিনদিনব্যাপী অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন এমনটা ই আশাকরি।
বন্ধুরা, আমি আজ এসেছি একটি ভ্রমন পোস্ট নিয়ে।সত্যি কথা বলতে আমরা যেকোনো অনুষ্ঠানে কিংবা অতিথি অ্যাপায়নে নানান রকমের মিষ্টি আমরা এনে থাকি।অনেকে আবার বাসায় ই তৈরি করে নেন।আমি যেহেতু বাসায় তৈরি করতে পারিনা,তাই আমাকে এসব মিষ্টি খাবার বাইরের দোকান গুলো থেকে আনতে হয়।মিষ্টি কিংবা সন্দেশ খেতে ভীষণ সুস্বাদু হয়।আজকাল যদিও মিষ্টি খাবার খুব একটা খাওয়া ঠিক নয়।তারপরেও আমরা যতই ডায়েট করি মিষ্টি দেখলে এক টুকরো মুখে না দিয়ে পারি না।
আর তাইতো বেশকিছু দিন আগে মিষ্টি কেনার জন্য শপে গিয়েছিলাম।মিষ্টির দোকানে যা কেনার জন্য গিয়েছিলাম,তার চাইতেও বেশী কিছু কেনা হয়ে গিয়েছিল আমার।সন্দেশ খেতে আমি ভীষণ পছন্দ করি।তাইতো মিষ্টি কেনার পাশাপাশি সন্দেশ ও সেদিন নিয়েছিলাম।
আজকাল এতো মজার মজার সন্দেশ পাওয়া যায় যে ইচ্ছে করে সবটা থেকেই অল্প অল্প নিয়ে যাই।কিন্তু নিতে তো আর সব পারিনা স্বাস্থ্যের কথা ভেবে।আর সন্দেশ গুলোতে মিষ্টি একটু বেশীই থাকে।তারপরেও বেশ কিছু ছানার মিষ্টি ও বেশকিছু সন্দেশ সেদিন আমি নিয়েছিলাম।বাসায় আনার পর সবাই খেতে পারলে ও আমি বেশী খেতে পারিনি।সবাইকে খাওয়াতে পেরে আমি আনন্দিত হয়েছিলাম।সবার কাছেই ভালো লেগেছিল সন্দেশ গুলো।কোনকিছু কিনে নেয়ার পর সবাই যখন আনন্দ নিয়ে খেয়ে ভালো বলে তখন কিন্তু ভালো ই লাগে শুনতে।আমার ও তাই সেদিন খুব ভালো লেগেছিল।
আজ আর নয়।সেদিনের কিছু অনুভূতি আজ শেয়ার করে নিলাম।আশাকরি সবার ভালো লেগেছে। আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঝিগাতলা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনি ঠিক বলেছেন আপু মিষ্টি বেশি খাওয়া ঠিক নয়।তবে মিষ্টি গুলো দেখলে লোভ সামলানোর মুশকিল। আপনার মিষ্টি গুলো নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে।
https://x.com/shimulakter403/status/1933481049637728305?t=ICqt2lJWqJrSzBfi6A0sRw&s=19
https://x.com/shimulakter403/status/1933480841939988982?t=M5tdod59iTvP49sHaGzayg&s=19
https://x.com/shimulakter403/status/1933482188739391754?t=GmJsVrP3ArWt7nitIlVI4A&s=19
https://x.com/shimulakter403/status/1933482022577836168?t=t6j0_j0SoQTA8qvA7PeXWA&s=19