" পুরান ঢাকা আমার প্রানের স্পন্দন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।
পুরান ঢাকা আমার প্রানের স্পন্দনঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি মূলত ভ্রমন বিষয়ক।আপনারা অনেকেই হয়তো জানেন আমার বাবার বাড়ি পুরান ঢাকাতে।পুরান ঢাকায় ই আমার বেড়ে উঠা।আমার চাচা,ফুপু সবাই ওই পুরান ঢাকাতেই থাকেন।এক কথায় বলতে গেলে বলাই যায় পুরান ঢাকা আমার জন্মস্থান।ছোট থেকে বড় হওয়া আমার সেই শহর ই আমার প্রানের স্পন্দন।ওখানে গেলে মনে হয় নিজ এলাকায় এসে গেছি।কি এক আপন আপন অনুভূতি কাজ করে মনে।আর পুরান ঢাকার নানা রকমের খাবারের কথা কি আর বলবো। যদি ও আমি বাইরের খাবার এখন একদমই খাই না।তবে ছেলেবেলায় এই এলাকার মোটামুটি সব দোকানের খাবারই আমি খেয়েছিলাম।তখন দোকান ও ছিল কম।এলাকাটি ততো উন্নত ও ছিল না।আর এখন তো ঘর-বাড়ির সাথে পাল্লা দিয়ে নানা রকমের দোকানপাট ও গড়ে উঠেছে। আগের মতো নেই এখন কোন কিছু।সময় খাবারের মধ্যে এতো ভেজাল ছিল না।এখন তো মন চাইলেও কোন কিছু খেতে ইচ্ছে করেনা এই ভেজালের কারনে।
বেশকিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম।তখন শীতের সময় ছিল।আর শীতের সময় ঝাল ঝাল আর গরম গরম খাবার খেতে কি যে ভালো লাগে কি আর বলবো।বাসায় যতো কিছুই বানানো হোক না কেন বাচ্চাদের পছন্দ বাইরের সেই ভেজাল খাবার।আমার ও কিন্তু কম পছন্দ নয়।কিন্তু কতো কষ্টেই না জিভ কে কন্ট্রোল করি তা একমাত্র আমি ই জানি।যাই হোক বাবার বাসায় যাওয়ার পর একদিন সন্ধ্যায় বাচ্চারা সব ফুচকা খাবে বলে বায়না করেছিলো।তখন বোনকে সহ সব বাচ্চাদের নিয়ে গেন্ডারিয়া ধূপখোলা গিয়েছিলাম।সবাই বলছিলো সেখানকার ফুচকা ভীষণ মজার। আমরা তিনটা রিকশা নিয়ে ওয়ারী থেকে ধূপখোলা চলে যাই।
সেখানে পপৌঁছে দেখি দোকানের কোন অভাব নেই।আর লোকজনের ও অভাব নেই।মনে হচ্ছিল এলাকার সব মানুষ জন দোকানে খেতে চলে এসেছে।যাই হোক আমরা ফুচকার অর্ডার করে নিলাম। কিছু সময় পর আমাদের ফুচকা চলে এলো।বিশ্বাস করবেন কিনা জানি না এতো সুন্দর ফুচকার প্লেট দেখলে কারো জিভকে কন্ট্রোল করতে পারবে কিনা জানি না।কিন্তু আমি একটিও খেলাম না সচেতনতার জন্য।সবাই খুব খাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও আমি একটিও খাইনি।আমি মনে করি একটি খাওয়া যা পুরো প্লেট খাওয়া ও তা।সবাইকে বললাম তোমরা মন ভরে খেয়ে নাও।
আমি মজার একটি চা অর্ডার করলাম পাশের দোকান থেকে।আমি তো চা পাগল মানুষ।চা আমার ভীষণ পছন্দ। তাই সবাই যখন ফুচকা খেতে ব্যস্ত,আমি তখন মনের সুখে চা পান করছিলাম।আরো তো ছিল শীত তাই খুব ভালো লাগছিলো সেদিন চা পান করে।আর এই দোকানের চা ছিল সত্যি ই অসাধারণ।
পুরান ঢাকার খাবার গুলো স্বাদে অনন্য।এখানে খাবার স্টলের কোন কমতি নেই। দামের চেয়ে এখানকার খাবার গুলো মানে ভালো।যারা এখানে আসেন নি এখনো এসে খাবার খেয়ে প্রশংসা করবেন এটা বলতে পারি।আমার প্রানের স্পন্দন এই পুরান ঢাকায় ঘুরে ঘুরে খাবার খেতে আশাকরি সবার ই খুব ভালো লাগবে।একটি সন্ধ্যায় পুরান ঢাকায় ঘুরে ফুচকা খাওয়ার অনুভূতি গুলো তুলে ধরলাম আপনাদের মাঝে।আশাকরি ভালো লেগেছে।
আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোষ্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Galaxy A 34 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ধূপখোলা , ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1921885103208153113?t=nEchDGDNeHq1mHrEUrzdkA&s=19
https://x.com/shimulakter403/status/1921886430868947084?t=iqjgqcua5RribS4B7Kjj2A&s=19
X-promotion
https://x.com/shimulakter403/status/1921987138997850305?t=c38J_hRdo4pVs9nrvhIavg&s=19
https://x.com/shimulakter403/status/1921987624283074798?t=TxrsisFcwaQIGuJN8ZDvmA&s=19