ভ্রমণঃ নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ পর্ব-২
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন আগে আমরা আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ করতে গিয়েছিলাম। সেই ভ্রমণের দুইটা পর্ব আপনাদের মাঝে ইতিমধ্যেই আমি শেয়ার করেছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই জায়গাটা এতটাই সুন্দর যা শুধুমাত্র পোস্ট দেখে বা বর্ণনা করে বোঝা সম্ভব নয়। যারা এই জায়গাটা ভ্রমণ করেছে তারা জানেন যে এটা কতটা সুন্দর একটা জায়গা।
নামের সাথে মিল রেখে এই জায়গাটিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে খুবই সুন্দর কিছু ফুলের গাছ লাগানো হয়েছে যেন এই জায়গাটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যায়। ফুল গাছ লাগানোর পাশাপাশি গাছ দিয়ে খুবই সুন্দর গেট এবং অন্যান্য জিনিস তৈরি করা হয়েছে যেন এটার সৌন্দর্য তুলনামূলকভাবে অন্যান্য জিনিসের থেকে অনেক বৃদ্ধি পায়।
যেহেতু এটা একটা পার্ক তাই এখানে ছোট ছেলে মেয়েদের আকৃষ্ট করার জন্য অনেকগুলো রাইড তৈরি করা হয়েছে। যেহেতু আরো কয়েকটা পোস্ট আমি এই ভ্রমণকে কেন্দ্র করে শেয়ার করব তাই সেই রাইড গুলো আপনাদের মাঝে আজকের এই পোষ্টের মাধ্যমে দেখালাম না। পরবর্তী কোন একটা পোষ্টের মাধ্যমে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।
গাছ ব্যবহার করে বিভিন্নভাবে এটাকে সাজানো হয়েছে তাই এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর যেহেতু এটার নাম দেয়া হয়েছে গ্রীন ভ্যালি তাই নামের সাথে এই গাছের বিষয়গুলো খুবই সুন্দর ভাবে মানিয়ে গিয়েছে। উপরের ছবি আপনারা লক্ষ্য করলেই এখানে সুন্দর একটা গাছের গেট দেখতে পাবেন। একই সাথে গাছের সমন্বয়ে তৈরি করা খুবই সুন্দর একটা পাহাড়ও এখানেই আপনারা দেখতে পাবেন। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমি সেখানে ছবি না তুলে আর পারলাম না। আপনারা যদি এই জায়গাটি ভ্রমণ করে দেখেন তাহলে আশা করি নিঃসন্দেহে জায়গাটি আপনাদের কাছে ভালো লাগবে।
এই জায়গাটি যারা ভ্রমণ করেছেন তারা জানেন যে এটা কতটা সুন্দর। আর যারা এখনো ভ্রমণ করেননি তারা এটা ভ্রমন করে দেখে নিতে পারেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
শ্রেণী | গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ |
---|---|
ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
পোস্ট তৈরি | @mostafezur001 |
লোকেশন | নাটোর |
W3W | https://w3w.co/detestable.shimmy.concussion |
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
আপনারা অনেক সুন্দর পার্ক ভ্রমণ করে এসেছেন। পার্কের চমৎকার একটি পোস্ট এর আগে আপনি শেয়ার করেছিলেন তা আমি দেখেছি। আজকের দ্বিতীয় পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন বেশ ভালো লাগলো অচেনা জায়গা সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে। মাঝেমধ্যে এমন সুন্দর স্থানে ঘুরতে গেলে সত্যি খুবই ভালো লাগে।
জায়গাটা অনেক সুন্দর আপনি চাইলে একবার ভ্রমণ করে দেখতে পারেন।
আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন নাটোরে যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু সেভাবে ঘুরার সুযোগ হয়নি। গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। জায়গাটি সত্যি অনেক সুন্দর।
আপনি যদি জায়গাটি একবার ভালোভাবে ভরে দেখবেন তাহলে অনেক মজা পেতেন।
আপনি খুব সুন্দর একটি ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। নাটোরের গ্রীন পার্ক এখনো আমার যাওয়া হয়নি। তবে আপনার পোষ্টের মাধ্যমে কিছু নাটোরের গ্রীন পার্কের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো জায়গাটি। আপনি সুন্দর ভাবে ভ্রমণ করছেন এটা দেখে বোঝা যাচ্ছে। সামনের পর্ব গুলোর অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাই।
আপনি যেহেতু এই জায়গাতে যাননি তাই আপনি একবার এখানে ঘুরে আসতে পারেন খুবি সুন্দর জায়গা।
আপনার পোস্ট দেখে আবারও মনে পড়ে গেল নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণের কথা। সত্যি জায়গাটি অনেক সুন্দর। আপনার এই পোষ্টের মধ্যে যে জায়গা গুলোর ফটোগ্রাফি দেখাচ্ছেন এগুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছিল গাছ ব্যবহার করে পাহাড় তৈরি করাটা। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
ঠিক কথা আমরা দুজনে এই জায়গাটিতে অনেক মজা করেছিলাম।
নাটোরের গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণের ফটোগুলো দেখে বেশ ভালো লাগলো। অনেকদিন পর মনে পড়ে গেল আমাদের সেই ভ্রমণের কথা। যাহোক খুব শীঘ্রই আমিও শেয়ার করব ফটোগুলো।
অবশ্যই আপনিও শেয়ার করবেন এই ফটোগ্রাফি গুলো তাহলে জায়গাটি সম্পর্কে আবারও দেখতে পারবো।
আপনার কাছ থেকে এই পার্কে ভ্রমণের প্রথম পর্ব আমি দেখেছিলাম৷ আজকে এর দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এখানে খুব সুন্দর সময় অতিবাহিত করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
পরবর্তী সপ্তাহের পোস্টগুলো যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আরও বেশি ভালো লাগবে।